X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মরগানকে অধিনায়ক করেই ইংল্যান্ডের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
০৬ ডিসেম্বর ২০১৬, ০১:৫০আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ০২:০৬

মরগানকে অধিনায়ক করেই ইংল্যান্ডের দল ঘোষণা বাংলাদেশ সফরে না আসায় মরগান অধিনায়কত্ব হারাতে পারেন, এই শঙ্কার কথাও শোনা গিয়েছিল ব্রিটিশ সংবাদমাধ্যমে। যদিও ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে মরগানকে অধিনায়ক করেই দল ঘোষণা করেছে ইংল্যান্ড।

অনেক গুঞ্জন বাতাসে উড়াউড়ি করলেও এউইন মরগানেই হাতেই থাকলো ইংল্যান্ডের সীমিত ওভার ক্রিকেটের অধিনায়কত্ব। ইংলিশ ব্যাটসম্যানকে অধিনায়ক করে ভারত সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টির দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

বাংলাদেশ সফরে আসেননি নিরাপত্তা শঙ্কায়। ইংল্যান্ডের অন্য খেলোয়াড়রা বাংলাদেশকে নিরাপদ মনে করলেও মরগান হেঁটেছেন উল্টো পথে। বোর্ডের সিদ্ধান্তের বাইরে গিয়ে তিনি নিজের বিপদ ডেকে এনেছেন, বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের সিরিজ চলাকালীন ইংল্যান্ডের সংবাদমাধ্যম থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররাও করেছিলেন এমন মন্তব্য। ইংলিশ এই ব্যাটসম্যান অধিনায়কত্ব হারাতে পারেন, এই শঙ্কার কথাও শোনা গিয়েছিল ব্রিটিশ সংবাদমাধ্যমে। যদিও ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে মরগানকে অধিনায়ক করেই দল ঘোষণা করেছে ইংল্যান্ড। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ সফরে না আসা অ্যালেক্স হেলসও আছেন ভারত সফরের স্কোয়াডে।

ভারতের বিপক্ষে ইংল্যান্ড তিনটি ওয়ানডের সঙ্গে খেলবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। ১৫ জানুয়ারি থেকে ১ ফেব্র“য়ারি পর্যন্ত সীমিত ওভারের এই দুটি সিরিজের আগে ইংলিশরা এখন স্বাগতিকদের বিপক্ষে খেলছে টেস্ট। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অবশ্য ভালো জায়গায় নেই তারা, ইতিমধ্যে পিছিয়ে আছে ২-০ ব্যবধানে।

ওয়ানডে দল : এউইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জ্যাক বল, স্যাম বিলিংস, জস বাটলার, লিয়াম ডসন, অ্যালেক্স হেলস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস।

টি-টোয়েন্টি দল : এউইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জ্যাক বল, স্যাম বিলিংস, জস বাটলার, লিয়াম ডসন, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, টাইমাল মিলস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেডিভ উইলি। বিবিসি
/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে