X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় রুমানারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৭, ১৯:১১আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ১৯:১৫

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় রুমানারা দক্ষিণ আফ্রিকার মেয়েদের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ৮৬ রানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ম্যাচে হারলেও আগামী শনিবার দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর অভিপ্রায় ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক রুমানা আহমেদ।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমরা ইতিবাচক আছি। ভুলগুলো শুধরে ফিল্ডিং আরও ভালো করে ওদের ব্যাটিংটা আটকানোর চেষ্টা করব।’

বৃহস্পতিবার টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত বিস্ময় জন্ম দিয়েছে। আর তাতেই আগে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা ২৫১ রান সংগ্রহ করেছে। রুমানা অবশ্য এর ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ‘হোম সুবিধা নিতে চেয়েছিলাম। ভেবেছিলাম প্রথম ইনিংসে বল একটু মুভ করবে। দ্বিতীয় ইনিংসে খেলা সহজ হবে। অল্প রানে গুটিয়ে দিয়ে অনায়াসে সেটি তাড়া করার পরিকল্পনা ছিল। সেই সঙ্গে বাতাসের একটা ভূমিকা আছে। এক দিকে প্রচুর বাতাস। আরেক দিকে বোলিং করতে সমস্যা হয়েছে।’

প্রোটিয়া ওপেনার লিজেল লি ৮৭ রানের বিস্ফোরক এক ইনিংস খেলেছেন। যদিও বাংলাদেশ শুরুতেই তাকে ফিরিয়ে দিতে পারতো। কিন্তু সহজ ক্যাচ মিস করায় সেটা আর হয়নি, ‘ক্যাচ মিস হাতছাড়া হতেই পারে। তবে এটা অবশ্যই অনেক প্রভাব ফেলেছে। ওকে (লি) আটকানো গেলে অনেক রান বাঁচানো যেত।’

বড় ব্যবধানে হারলেও বাংলাদেশের অধিনায়ক প্রাপ্তি খুঁজে নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন নিগার সুলতানা। তিনি ৫৯ রানে অপরাজিত থাকেন। রুমানা এটাকেই প্রাপ্তি হিসেবে দেখছেন, ‘ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম হাফ সেঞ্চুরি পেল। বোলাররাও খারাপ করেনি। সবমিলিয়ে খুব যে খারাপ তা কিন্তু নয়।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি