X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ডাক পাওয়াদের সুযোগ কাজে লাগাতে বললেন তামিম

ফজলুল বারী, ক্রাইস্টচার্চ থেকে
১৯ জানুয়ারি ২০১৭, ১৮:০৬আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ১৮:০৯

ডাক পাওয়াদের সুযোগ কাজে লাগাতে বললেন তামিম টেস্টে ওপেনার হিসাবে কেমন সৌম্যকে চান তামিম ইকবাল? ক্যাপ্টেনসির দায়িত্ব প্রাপ্তির পর তার প্রথম সংবাদ সম্মেলনে এই প্রশ্নটি এসেছিল। টেস্টেও ব্যাটসম্যান হিসাবে তামিম কেমন মারদাঙ্গা তা ভক্ত-দর্শকরা জানেন। এরজন্যে তার সেঞ্চুরি কম হয় ঠিক কিন্তু দল একটা ভালো সূচনা, ভালো একটি যুদ্ধের ময়দান পায়। আবার টেস্ট ক্রিকেটে মারকুটে তামিমের একমাত্র দ্বিশতকের রেকর্ডটি ওয়েলিংটন টেস্টে ভেঙেছেন তারই বন্ধু সাকিব আল হাসান। সেই তামিমের সঙ্গে ক্রাইস্টচার্চ টেস্টে ওপেনিং ব্যাটসম্যান হিসাবে কেমন সৌম্য সরকারকে চান ক্যাপ্টেন? বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এর জবাবে হেসে ফেলেন তামিম। আর বলেন, ‘সৌম্যকে মনে হয় সৌম্যর মতোই খেলতে দেওয়া উচিত।’ তামিমের মতোই জবাব। এরমানে আরেকজন মারকুটে ওপেনারই তামিমের পছন্দ! একই সঙ্গে তামিম আরেকটা কথা মনে করিয়ে দিয়েছেন সৌম্যকে, ‘যারা সুযোগ পেয়েছে, তারা যেন সুযোগটাকে কাজে লাগায়। তাতে নিজেদের ভালো হবে দলেরও ভালো হবে।’

তামিম ব্যাকআপ ক্রিকেটারদের সম্পর্কে বলেন, ‘দলে সৌম্যকে একজন ব্যাকআপ ওপেনার হিসাবেই সঙ্গে রাখা হয়েছিল। সবকিছু মাথায় রেখেই একটা দলকে একটা দেশে সফরে পাঠানো হয়। উইকেটকিপারদের চোটের একটি আশংকা সব সময় থাকে। সেজন্যে দলে একজন বাড়তি উইকেট কিপার হিসাবে নুরুল হাসান সোহানকে সঙ্গে রাখা হয়েছিল। প্রতিটি  বিদেশ ট্যুরে এমন অতিরিক্ত দু-তিনজনকে দলের সঙ্গে রাখা হয়। চোট বা যে কোনও ঘটনা দেশে ঘটলে চটজলদি যে কাউকে টেনে নেওয়া যাবে। কিন্তু বিদেশে সেটাতো সম্ভব না। সে কারণে দলের সঙ্গে রাখা হয় কিছু রিজার্ভ খেলোয়াড়। কারও ফর্ম খারাপ হয়ে গেলে, কেউ চোটে পড়লে এভাবে একজনের জায়গায় নেওয়া হয় আরেকজনকে।’

মূল একাদশে কী পরিবর্তন আসবে? এমন প্রশ্নের উত্তরে তামিম বলেন, ‘দলে খুব একটা পরিবর্তনের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আমাদের খুব বেশি অপশনও নেই।’

তবে তামিম আশা প্রকাশ করে বলেন, ‘মুশফিক-ইমরুলের চোটের কারণে যারা খেলবে তারা আশা করি বিষয়টি একটি সুযোগ মনে করে সেভাবেই খেলবে।’

এই টেস্টে রুবেলের কি কোনও সুযোগ আছে? তামিম হেসে দিয়ে বলেন, ‘সবারই সুযোগ আছে।’ একজন সাংবাদিক যোগ করে বলেন তাহলে তো শান্ত’রও সুযোগ আছে। তামিম তখনও হাসেন। অবশ্য তখনও মমিনুলের পাঁজরের ব্যথার খবর আসেনি। তাই শেষ দিকে টেস্ট স্কোয়াডে ঢুকে গেছেন নাজমুল হোসেন শান্ত।

/এফআইআর/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি