X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

৪৯ টেস্ট পর মুশফিককে পাচ্ছে না বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৭, ১৮:৩১আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ১৯:০৭

প্রথম টেস্টে মাথায় আঘাতের পর অ্যাম্বুলেন্সে করেই মাঠ ছাড়েন মুশফিক। শুক্রবার বাংলাদেশ সময় ভোর চারটায় ক্রাইস্টচার্চ হ্যাগলি ওভালে বাংলাদেশ যখন মাঠে নামবে। তখন নিশ্চিত ভাবেই থাকছেন না মুশফিকুর রহিম।  টানা ৪৯ ম্যাচ পর তাকে ছাড়া ২২ গজে নামছে বাংলাদেশ।  তবে ক্রাইস্টচার্চে মাঠে নামতে পারলে টানা ৫০ টেস্ট খেলার অর্জনটা নিজের করে নিতে পারতেন মুশফিক।

২০০৫ সালের ২৬ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ১৭ বছর ৩৫১ দিন বয়সে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। এরপর প্রথম দুই বছর ব্যাটসম্যান হিসেবে দুটি টেস্ট খেলেছেন। যদিও ২০০৭ সালের জুন থেকে ওয়েলিংটন টেস্ট পর্যন্ত টানা ৪৯টি টেস্ট খেলেছিলেন। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য বাধ্য হয়েই ইনজুরির কাছে নত শিকার করেছেন বাংলাদেশের সবচেয়ে সেরা এই ব্যাটসম্যান।

২০০৭ সালের জুন মাসে শ্রীলঙ্কা সফরে গিয়েছিল লাল-সবুজরা। আগের দুই টেস্টের মতো এই সফরের প্রথম টেস্টেও ব্যাটসম্যান হিসেবেই একাদশে সুযোগ পেয়েছিলেন মুশফিক। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলে নিজের ব্যাটিং প্রতিভাকে প্রথমবারের মতো সামনে নিয়ে আসেন।

তখন তার ভালো পারফরম্যান্স দল থেকে ছিটকে দেয় খালেদ মাসুদকে! কেননা ওই সময়ে তার পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট ছিলেন না তৎকালীন নির্বাচক কমিটি। এই কারণে শ্রীলঙ্কাতে মুশফিক ব্যাটিংয়ে সফল হওয়ায় খালেদ মাসুদকে ছেঁটে ফেলেন নির্বাচকরা।

শ্রীলঙ্কার ওই সিরিজ থেকেই মূলত শুরু মুশফিকের টেস্ট ক্যারিয়ার! এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এইতো কয়দিন আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে জয়ী হওয়া টেস্টে ৫০তম টেস্ট খেলে ফেলেছেন তিনি। ওয়েলিংটন টেস্ট মিলিয়ে মুশফিকের টেস্ট সংখ্যা ৫১টি।

অভিষেকর পর টানা ৪৯ টেস্ট খেলে অবশেষে ক্রাইস্টচার্চ টেস্টে এসে ছন্দপতন ঘটল মুশফিকের। ফর্মহীনতা নয়, তিনি ছিটকে গেলেন ইনজুরিতে। যদিও আহত আঙুল নিয়ে খেলতে চেয়েছিলেন মুশফিক। কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে টিম ম্যানেজমেন্ট এমন ঝুঁকি নিচ্ছেন না।

এদিকে টানা ৪৯টি টেস্ট খেলা মুশফিক মাত্র তিনবার কিপিং গ্লাভস ছেড়েছেন। যখনই প্রশ্ন উঠেছে তখনই বলে এসেছেন, ব্যাটিংয়ের মতো কিপিংও তিনি সমান উপভোগ করেন। এরমাঝে ২০১৫ সালে আঙুলে চোট পেয়ে গ্লাভস জোড়া ছেড়ে দেন লিটনের হাতে। ওই তিন ম্যাচে কেবলমাত্র বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই দলে ছিলেন। পরে ফিট হয়েই তুলে নেন গ্লাভস জোড়া।

প্রসঙ্গত, নিউজিল্যান্ড সফরের শুরুতে ক্রাইস্টচার্চের প্রথম ওয়ানডেতেই হ্যামস্ট্রিং চোটের কারণে মুশফিক প্রথম মাঠ ছাড়েন। এর কারণে গোটা সফরে তিনি অপর দুটি ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি।

কয়েক সপ্তাহ বিশ্রাম নিয়ে ওয়েলিংটন টেস্টের মাধ্যমে আবার ২২ গজে নেমেছিলেন। আর ফিরেই লড়াকু একটি ইনিংসও খেলেছিলেন। কিন্তু ওই সময়েই তিনি বাঁহাতের বুড়ো আঙুল আর ডান হাতের তর্জনিতে আঘাত পান। ওই অবস্থায় মুশফিক টেস্টের চতুর্থ দিনে খেলতেও নেমেছিলেন। কিন্তু আঙুল বাঁচাতে গিয়ে এবার আঘাত পান মাথায়। এরপর অ্যাম্বুলেন্সে করেই তিনি মাঠ ছাড়েন।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী