X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

দোষী প্রমাণিত হলে ক্রিকেট থেকে বহিষ্কার হবেন সানি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৭, ১৮:৪৩আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১৯:৩২

দোষী প্রমাণিত হলে ক্রিকেট থেকে বহিষ্কার হবেন সানি! আরাফাত সানি এখন জেলে। নারীঘটিত মামলার বিচারকাজ চলছে এখনও। যদি তিনি দোষী প্রমাণিত হন, সেক্ষেত্রে শুধু আদালত নয়, শাস্তি দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। যে শাস্তিতে ক্রিকেট থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের কথাও শোনালেন বোর্ড সভাপতি নাজমুল হোসেন পাপন।

গত কয়েক বছর ধরে খেলোয়াড়দের ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে বিসিবিকে বেশ লজ্জায় মুখোমুখি হতে হয়েছে। বারবার এমন হওয়াতে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থাটি নড়েচড়ে বসেছে এখন। নারীঘটিত মামলায় জেলে পর্যন্ত যেতে হয়েছে রুবেল হোসেন ও আরাফাত সানিকে। বিপিএলের মাঝপথে শৃঙ্খলাজনিত কর্মকাণ্ডের জেরে বড় অঙ্কের জরিমানা গুনতে হয়েছিল আবার সাব্বিরকে।

এক তরুণীর মামলার প্রেক্ষিতে সানিকে জেলে পাঠানোর প্রেক্ষিতে বোর্ড সভাপতি নাজমুল হাসান কঠোর অবস্থানে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার দুপুরে বেক্সিমকো কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘সানির বিষয়টি আমরা অবগত। গত দুই বছরে তিন ক্রিকেটার জেলে গেছে, তাদের সমর্থন করেনি বিসিবি। এ ধরনের ঘটনায় বিসিবি কখনও সমর্থন করবেও না। বরং সব সময় কঠোর ছিল বিসিবি, প্রয়োজনে ভবিষ্যেতে আরও কঠোর হবে।’ শাস্তির মাত্রা যে ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ার মতোও হতে পারে, সেটা জানিয়ে রাখলেন নাজমুল, ‘এ ধরনের ঘটনায় আগে আর্থিক জরিমানা করা হয়েছে অনেককে (সাব্বির ও আল আমিন) শাস্তি দেওয়া হয়েছে। যদি কেউ আদালতে নারী কিংবা অন্য কারণে দোষী হয়, এ ধরনের ক্রিকেটার আমাদের দরকার নেই। দোষী হলে অবশ্যই তাকে আমরা নিষিদ্ধ করব।’

প্রসঙ্গত, গত ২২ জানুয়ারি তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় গ্রেফতার করা হয় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানিকে। আদালত ওই দিনই তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রবিবার দুপুরে তাকে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই এর আদালতে উপস্থিত করে মামলাটির তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মো. ইয়াহিয়া পাঁচ দিনের রিমান্ড চাইলে এ আদেশ দেন আদালত। মঙ্গলবার তার জামিন আবেদন নাকচ করে দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মো. জাকির হোসেন টিপু মঙ্গলবার এই নির্দেশ দেন।

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি