X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ভারতের লজ্জার রেকর্ড

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৩১আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪৬

লোকেশ রাহুলের এই ছবিটাই যেন বলছে ভারতের বিপর্যয়ের কথা স্পিন ফাঁদে অস্ট্রেলিয়াকে আটকাতে চেয়েছিল ভারত। যদিও স্বাগতিকরা ভাবেনি নিজেরাই আটকে পড়বে সেই ফাঁদে! পুনে টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১০৫ রানে অলআউট হয়ে ভারত জন্ম দিয়েছে লজ্জার নতুন রেকর্ড।

পুনে টেস্টের প্রথম ইনিংসটা নিশ্চিতভাবেই ভুলে যেতে চাইবে ভারত। স্টিভ ও’কেফির স্পিন বিষে নীল হয়ে স্বাগতিকরা অলআউট হয়েছে মাত্র ১০৫ রানে। ঘরের মাঠে এমন লজ্জার সামনে পড়তে হয়নি তাদের ২০০৮ সালের পর। ম্যাচের আগে অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ পিচের অবস্থা দেখে মন্তব্য করেছিলেন, প্রথম বল থেকেই স্পিনাররা সুবিধা পাবেন উইকেটে। কথাটার প্রমাণ খুব ভালো করে পাওয়া গেল ভারতের প্রথম ইনিংসে। মাত্র ১১ রান যোগ করতেই যে তারা হারিয়েছে শেষ ৭ উইকেট।

পরিসংখ্যান বলছে, এতটা বাজে পরিস্থিতির সামনে এর আগে কখনও পড়তে হয়নি ভারতকে। শেষ ৭ উইকেট হারানোর বিচারে পুনে টেস্টটাই ভারতের জন্য সবচেয়ে লজ্জার। শুক্রবার ৯৪ রানে ৩ উইকেট হারানো ভারত অলআউট হয়ে যায় ১০৫ রানে। মাত্র ৪৮ বলের মধ্যে শেষ ৭ উইকেট হারায় ১১ রান যোগ করতে। এর আগে সবচেয়ে কম রানে শেষ ৭ উইকেট হারানো লজ্জার রেকর্ডটা ছিল ভারতের ১৯৮৯-৯০ মৌসুমে। ক্রাইস্টচার্চে ১৮ রান যোগ করতে তারা হারিয়েছিল ৭ উইকেট।

ভারতের লজ্জার শেষটা এখানেই নয়। ২০০৮ সালের পর এত কম রান করে অলআউট হয়েছে স্বাগতিকরা। ৯ বছর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আহমেদাবাদে ভারত গুটিয়ে গিয়েছিল ৭৬ রানে। সবশেষ ১০ বছরের হিসাবে পুনে টেস্টের বিপর্যয় তালিকার তিন নম্বরে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিপর্যস্ত হওয়াটা ভারতের জন্য নতুন ‍কিছু নয়। ৫৮ রানে অলআউট হওয়ার নজিরও আছে তাদের। ১৯৪৭-৪৮ মৌসুমে গ্যাবায় বিধ্বস্ত হওয়াটা অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সবচেয়ে বড় লজ্জার অধ্যায়। আর পুনে টেস্টে ১০৫ রানে গুটিয়ে যাওয়াটা অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার তালিকায় স্থান পেয়েছে চার নম্বরে। ক্রিকইনফো

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট