X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

‘পুরস্কার সব সময়ই অনুপ্রেরণা জোগায়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫২আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫৯

‘পুরস্কার সব সময়ই অনুপ্রেরণা জোগায়’ শুক্রবার রাতে ক্রিকইনফো তাদের ওয়েবসাইটে ২০১৬ সালের সেরা ক্রিকেটারদের নামের তালিকা প্রকাশ করেছে। মোট ১২ জনকে পুরস্কার দিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটটি।

সেখানে বর্ষসেরা টি-টোয়েন্টি বোলার হিসেবে পুরস্কার পেয়েছেন মুস্তাফিজুর রহমান। তার জন্য ক্রিকইনফোর স্বীকৃতি এটাই প্রথম নয়, গত বছর সেরা অভিষিক্তের পুরস্কার পেয়েছিলেন। এবার পেলেন সেরা টি-টোয়েন্টি বোলারের স্বীকৃতি।

বাংলাদেশি এই পেসার তার কাটার জাদুতে বোকা বানিয়েছেন বিশ্বসেরা সব ব্যাটসম্যানকে। তবে সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছিলেন সম্ভবত নিউজিল্যান্ডের বিপক্ষে। বিশ্ব টি-টোয়েন্টিতে কিউইদের বিপক্ষে মাত্র ২২ রান খরচায় মুস্তাফিজ পেয়েছিলেন ৫ উইকেট।

মুস্তাফিজ-জাদুতে নিউজিল্যান্ড ১৪৫ রানের বেশি করতে পারেনি, তবে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ অলআউট হয়ে যায় মাত্র ৭০ রানে। ৭৫ রানে টাইগাররা ইডেন গাডের্নসের ম্যাচটি হারলেও ওই ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্সটাই তাকে এনে দিয়েছে এই ওয়েবসাইটটির বর্ষসেরা টি-টোয়েন্টি বোলারের পুরস্কার।

এই পুরস্কারের দৌড়ে মুস্তাফিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন নিউজিল্যান্ড স্পিনার মিচেল স্যান্টনার। যদিও তাকে পেছনে ফেলে বিচারকদের রায়ে জয়ী হয়েছেন বাংলাদেশি পেসার।

শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধির হাত থেকে পুরস্কারটি তুলে নেন মুস্তাফিজ।

টি-টোয়েন্টির বর্ষসেরা পুরস্কার হাতে পেয়ে মুস্তাফিজ বলেছেন, ‘পুরস্কার পাওয়া সব সময়ই আনন্দের। আমি অনেক খুশি। এমন অর্জন সব সময়ই অনুপ্রেরণা জোগায় ভালো ক্রিকেট খেলতে।’

এছাড়া বাংলাদেশের আরেক ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টে ভালো করার পুরস্কার পেয়েছেন। দুই টেস্টে ১৯ উইকেট নেন মিরাজ। ওই কীর্তির জন্যই ক্রিকইনফো মিরাজকে দিয়েছে বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটারের পুরস্কার। ভারতের বিপক্ষে টেস্ট শুরু হওয়ার আগে হায়দরাবাদে তার হাতে ক্রিকইনফোর এই ট্রফি তুলে দেওয়া হয়েছিল।

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?