X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বড় সংগ্রহের পথে লঙ্কান বোর্ড একাদশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
২২ মার্চ ২০১৭, ১৩:৩৯আপডেট : ২২ মার্চ ২০১৭, ১৩:৪১


বড় সংগ্রহের পথে লঙ্কান বোর্ড একাদশ বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কান বোর্ড একাদশ। ৪০ ওভার শেষে চার উইকেট হারিয় তাদের সংগ্রহ ৩৬১। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন চাতুরাঙ্গা ডি সিলভা। আবুল হাসানের শট বলটি পুল করতে গিয়ে আউট হন তিনি। আউট হওয়ার আগে ২৫ বলে এক চার ও এক ছক্কায় তিনি সাজঘরে ফেরেন।




সপ্তম ওভারে দিলশান মুনাবিরাকে ফিরিয়ে বাংলাদেশের পক্ষে প্রথম উইকেট তুলে নেন পেসার তাসকিন আহমেদ। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় উইকেট নেন সাইফউদ্দিন। অধিনায় সিরিবর্ধনকে ফিরিয়ে তৃতীয় উইকটটি নেন স্পিনার সানজামুল ইসলাম।
অধিনায়ক মিলিন্দা সিরিবর্ধনে সানজামুলের পঞ্চম বলটিতে ছক্কা মারেন লং অন দিয়ে। কিন্তু পরের বলটি সানজামুল উইকেটের পেছনে দেন। ৩১তম ওভারের শেষ বলটি হালকা ব্যাট ছুয়ে জমা পড়ে উইকেট কিপার নুরুর হাসান সোহানের গ্লাভসে।
২৯ বলে ৪ চার ও এক ছক্কায় ৩২ রানের ইনিংস খেলে আউট হয়েছেন মিলিন্দা। তার আগে অবশ্য সেচ্ছায় সাজঘরে ফিরেছেন কুশল পেরেরা ৭৮ বলে ৬৪ রান করে।
এর আগে ইনিংসের সপ্তম ওভারে তাসকিনের ফুলার লেংথ বল অন সাইডে ফ্লিক করতে গিয়ে বল মিস করেন দিলশান মুনাবীরা। ডানহাতি পেসারের এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দেন আম্পায়ার। সাজঘরে ফেরার আগে ২১ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৪ রান করেন মুনাবীরা। স্বাগতিক দলের স্কোর তখন ৫.৩ ওভারে ১ উইকেটে ৩৬।
বোর্ড একাদশের দ্বিতীয় উইকেট যখন পতন হয় তখন তাদের স্কোরবোর্ডে ১৫০ রান। লঙ্কান বোর্ড একাদশের দ্বিতীয় উইকেট যেতে পারতো ইনিংসের ২০তম ওভারের সাইফউদ্দিনের চতুর্থ বলেই। আবুল হাসান রাজুর বলে ডিপ এক্সটা কভারের উপরে ক্যাচ দেন সানদান। কিন্তু সহজ ক্যাচ সাউফউদ্দিন তালুবন্দী করতে ব্যর্থ হলে ৫৮ রানে জীবন পান সানদান।
যদিও আরও ৯ রান যোগ করে একই জায়গায় সাইফউদ্দিনের বলে রুবেলের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন সানদান। তিনি ৩৭ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন ৫টি চার ও দুটি ছক্কার সাহায্যে।
প্রথম দশ ওভার শেষে স্বাগতিক বোর্ড একাদশ ৬৮ রান সংগ্রহ করে এক উইকেট হারিয়ে। পরের দশ ওভারে তাদের রান বেড়ে দাঁড়ায় ১৩৩ রানে।
প্রথম স্পেলে তাসকিন ও মাশরাফি মিলে ৫ ওভারের স্পেল করেছেন। এরপর এক প্রান্তে বোলিংয়ে আসেন শুভাগত অন্যপ্রান্তে রুবেল হোসেন। এখন পর্যন্ত মাশরাফি তার ৭ জন বোলারকে ব্যবহার করেছেন।
প্রথম স্পেলে তাসকিন বেশ ব্যয়বহুল ছিলেন। তিন ওভার বোলিং করে ১৭ রান খরচায় একটি উইকেট নিয়েছেন। অন্যদিকে মাশরাফি ২১ রান খরচ করে উইকেট শূণ্য ছিলেন।
বোর্ড একাদশ ৭.৪ ওভারে প্রথম অর্ধশত রান পূর্ণ করেন। দিলশান মুনাবিরা ২৪ রান করে তাসকিনের বলে আউট হয়েছিলেন। বোর্ড একাদশ তাদের শতরান পূর্ণ করে ১৪তম ওভারে ১০০ রান পূর্ণ করে। দ্বিতীয় শতক পূর্ণ করতে বোর্ড একাদশের খেলতে হয় আরও ১৬ ওভার।
/আরআই/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
সর্বাধিক পঠিত
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ