X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ছয়ে উঠার হাতছানির সঙ্গে আটে নামার শঙ্কায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৭, ০৩:৩৫আপডেট : ২৪ মার্চ ২০১৭, ০৩:৪৪

ছয়ে উঠার হাতছানির সঙ্গে আটে নামার শঙ্কায় বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শনিবার মাঠে নামবে বাংলাদেশ। এই সিরিজ দিয়ে ২০১৯ সালের বিশ্বকাপের পথটা সহজ হয়ে যেতে পারে মাশরাফিদের। অবশ্য মুদ্রার উল্টো পিঠও দেখতে হতে পারে, যদি হিসাব ঘুরে যায় লঙ্কানদের দিকে।

ডাম্বুলার প্রথম ওয়ানডের আগে শ্রীলঙ্কা ৯৮ পয়েন্ট নিয়ে আছে র‌্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে। আর ৯১ পয়েন্ট নিয়ে বাংলাদেশের স্থান সাত নম্বরে। র‌্যাংকিংয়ের অবস্থান পাল্টে যেতে পারে এই সিরিজের ফলে। যাতে সামনের বিশ্বকাপের পথটাও হয়ে যেতে পারে তৈরি। ৩০ সেপ্টেম্বর আইসিসির প্রকাশ করা র‌্যাংকিংয়ে ইংল্যান্ডের সঙ্গে শীর্ষে থাকা সাত দল সরাসরি জায়গা কর নেবে ২০১৯ বিশ্বকাপের মূল পর্ব।

বর্তমান র‌্যাংকিংয়ে বাংলাদেশ সুবিধাজনক জায়গাতেই আছে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলে সাত নম্বর থেকে আটে নেমে যাবে বাংলাদেশ। ৩-০ ব্যবধানে সিরিজ হারলে মাশরাফিদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে ৮৮-তে। তখন ৮৯ পয়েন্ট নিয়ে আট থেকে সাতে উঠে আসবে পাকিস্তান, আর বাংলাদেশ নেমে যাবে এক ধাপ।

তবে ম্যাচের ফলটা উল্টো হলে বাংলাদেশের বিশ্বকাপের পথটা হয়ে যাবে সহজ। শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হারালে বাংলাদেশ উঠে যাবে ছয় নম্বরে। স্বাগতিকদের হোয়াইটওয়াশ করলে মাশরাফিদের পয়েন্ট হবে ৯৬, শ্রীলঙ্কাও পয়েন্ট হবে সমান। তবে ভগ্নাংশের ব্যবধানে বাংলাদেশ এগিয়ে থাকায় উঠে যাবে ছয় নম্বরে, আর লঙ্কানরা নেমে যাবে সাতে।

বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিতলে যোগ হবে বাড়তি ২ পয়েন্ট, তখন মাশরাফিদের পয়েন্ট হবে ৯৩।  শ্রীলঙ্কা ২-১ ব্যবধানে জিতলেও বাংলাদেশের পয়েন্টে কোনও নড়চড় হবে না। এখনকার মতো ৯১ পয়েন্ট নিয়ে থাকবে সাত নম্বরেই। তাই শ্রীলঙ্কার বিপক্ষে অন্তত একটা ম্যাচ জেতা বাংলাদেশের বিশ্বকাপ যাত্রার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
হাল্যান্ডে লণ্ডভণ্ড উলভস
হাল্যান্ডে লণ্ডভণ্ড উলভস
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ