X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

‘মাশরাফির চেয়ে দেশ বড়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
০৫ এপ্রিল ২০১৭, ০৪:২১আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ০৪:২১

‘মাশরাফির চেয়ে দেশ বড়’ টস জেতার পরপরই মাশরাফির ঘোষণা, শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেই অবসরে যাবেন তিনি। আচমকা এই ঘোষণায় তো বাংলাদেশের ক্রিকেট ভক্তরা হতবাক! তার এই শেষের শুরুর প্রথম ম্যাচে দল হারলেও মাশরাফির পারফর‌ম্যান্স ছিল অসাধারণ।

কলম্বোর প্রথম টি-টোয়েন্টির পর সংবাদ সম্মেলনের শেষ দিকে মাশরাফির কাছে জানতে চাওয়া হয়েছিল, শেষ সিরিজটা কিভাবে রাঙিয়ে নেওয়ার পরিকল্পনা তার। প্রশ্নটা শুনে হাসলেন মাশরাফি, তারপর উত্তরটা দিলেন এভাবে, ‘সত্যি কথা বলতে আমি বাংলাদেশের জন্য খেলছি। একটা ম্যাচ জিতলে সেটা বাংলাদেশের জয় হবে। সেখানে মাশরাফির চেয়ে দেশ অনেক বড়। আমার কাছে মনে হয়, এই ম্যাচ হেরেছি মানে বাংলাদেশ হেরেছে, এর চেয়ে বড় কিছু আর নেই।’

মাশরাফির অবসর নেওয়ার পেছনে কোচ হাথুরুসিংহে ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ‘ক্ষমতার প্রয়োগ’ আছে বলে গুঞ্জন রয়েছে। এও গুঞ্জন আছে, মাশরাফি তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে সব সময় প্রতিবাদী হওয়ার চেষ্টা করেন। সর্বশেষ মাহমুদউল্লাহকে ওয়ানডে সিরিজে অন্তর্ভুক্তি নিয়েও নানা কথা-বার্তা চাউর হয়েছিল। মাশরাফি অবশ্য এসব কিছু স্বীকার করলেন না। তিনি স্পষ্ট করেই জানিয়ে দিলেন, ‘একটাই চিন্তা ছিল যে, ছেড়ে দেব। হয়তো আচমকা সিদ্ধান্ত নিয়েছি ছেড়ে দেব। এর পেছনে অত বিরাট কিছু আমি চিন্তা করিনি। যদি বলেন কেন চিন্তা করিনি, তাহলে বলব শুধু মনে হয়েছে, আমি আর টি-টোয়েন্টি খেলতে চাই না।’

বোর্ড থেকে কোনও রকম চাপ ছিল কিনা, জানতে চাইলে কূটনৈতিক উত্তর দিলেন সীমিত ওভারের অধিনায়ক, ‘আসলে তেমন কিছুই না। আমাদের দলটা ভালো করছে। আমরা সব ফরম্যাটেই একটু একটু করে উন্নতি করেছি। হয়তো ওয়ানডেতে একটু বেশি করেছি। আমার কাছে মনে হয়, এই সময় বিতর্ক না তৈরি করে আমাদের ক্রিকেটের উন্নতির জন্য কাজ করা উচিত। আমাদের ক্রিকেট এগিয়ে যাক। আমার কাছে মনে হয় না এই সব নিয়ে আলোচনা করার কিছু আছে।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
আমের মিষ্টি আচার বানাবেন যেভাবে
আমের মিষ্টি আচার বানাবেন যেভাবে
জিসিসি’র সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
জিসিসি’র সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল