X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

গেইল ঝড়ে বেঙ্গালুরুর দ্বিতীয় জয়

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০১৭, ০১:০৪আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ০১:০৪

গেইল ও কোহলি মিলে ম্যাচের নিয়ন্ত্রণ নেন আগের তিন ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন ক্রিস গেইল। মঙ্গলবার সেই চিরচেনা ক্যারিবীয় তারকাকে দেখা গেল। তার ঝোড়ো ইনিংসে ভর করেই গুজরাট লায়ন্সকে ২১ রানে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলে ৬ ম্যাচে নিজেদের দ্বিতীয় জয়ে আট থেকে ছয়ে উঠে এসেছে বিরাট কোহলির দল।

রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে টস জিতে ফিল্ডিং নেয় গুজরাট। আর ১০ হাজার রানের জন্য হন্যে হয়ে থাকা গেইল আগে ব্যাট করার সুযোগ পেয়েই রুদ্রমূর্তি ধারণ করেন। নিজের ৩ নম্বর বলে টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ক্যারিবীয় তারকা। এর পর থেকেই গুজরাট বোলারদের উপর চড়াও হন।

২৩ বলে ৫০ ছোঁয়া গেইল থামেন ১২২ রানের জুটি গড়ে। কোহলি সঙ্গ দেন তাকে। ৩৮ বলে ৫ চার ও ৭ ছয়ে ৭৭ রান করেন গেইল। কোহলি ৭ চার ও ১ চয়ে ৫০ বলে করেন ৬৪ রান। ১৫৮ রানে ২ উইকেট হারানোর পর বেঙ্গালুরু আরও ভয়ঙ্কর হয়ে উঠে ট্রাভিস হেড ও কেদার যাদবের ব্যাটে। ৪.১ ওভারে ৫৪ রানের জুটি গড়েন তারা। ২ উইকেটে ২১৩ রানের শক্তিশালী স্কোরবোর্ড গড়তে তাদের অবদান উল্লেখ করার মতো। হেড ১৬ বলে ৩০ রানে অপরাজিত ছিলেন। সমান বল খেলে ৩৮ রানে অপরাজিত ছিলেন যাদব।

গুজরাটের সামনে ছিল বিশাল লক্ষ্য। চেষ্টা করেছে তারা লড়াই করার। কিন্তু পেরে উঠেনি, ৭ উইকেটে তারা থামে ১৯২ রানে। ব্রেন্ডন ম্যাককালাম যুতসই সূচনা করেন। ৪৪ বলে ২ চার ৭ ছয়ে ৭২ রান করেন নিউজিল্যান্ড তারকা। শেষদিকে ১৬ বলে ২ চার ও ৪ ছয়ে ইশান কিষান উত্তেজনা ফেরান ম্যাচে।

বেঙ্গালুরুর যুজবেন্দ্র চাহাল তিনটি উইকেট নিয়ে গুজরাটের রানের লাগাম টেনে ধরেন। সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত