X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

মুস্তাফিজকে নির্ভার রাখতে চান মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৭, ১৪:০৭আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১৪:২০

মুস্তাফিজকে নির্ভার রাখতে চান মাশরাফি মুস্তাফিজের কাছ থেকে পারফরম্যান্স বের করে আনতে হলে তাকে নির্ভার রাখতে হবে বলে মনে করেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ইংল্যান্ডের উদ্দেশে উড়াল দেওয়ার আগের দিন সংবাদ সম্মেলনে কথা বলেন মাশরাফি। আগের দিন ই-মেইল করেই এই সংবাদ সম্মেলনের কথা জানিয়েছিল বিসিবি।  সেখানে বাংলাদেশ অধিনায়ক আসন্ন ত্রি-দেশীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে কথা বলেছেন।  এমনকি মুস্তাফিজকে নিয়ে নিজের আলাদা ভাবনাও প্রকাশ করেছেন।  তার মতে, ‘আমরা যদি ওকে চাপে রাখি তাহলে ওর জন্য কাজগুলো আরও কঠিন হবে। ও এরই মধ্যে প্রমাণ করেছে, ভবিষ্যতের জন্য বাংলাদেশের বড় সম্পদ। ওর প্রতি আমাদের যে প্রত্যাশা, সেটা প্রকাশ না করে যদি ওকে নির্ভার রাখতে পারি। তাহলে আগামী ১০ বছর আমাদের জন্য দারুণ সম্পদ হয়ে উঠবে মুস্তাফিজ।’

২০১৫ সালে স্বপ্নের মতো আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন মুস্তাফিজুর রহমান। সেই ধারাটা ইনজুরির কারণে আর অব্যাহত রাখতে পারেননি। সাসেক্সে গিয়ে ইনজুরি বাঁধিয়ে ঘরের মাঠে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে পারেননি। গত বছরের ১১ আগস্টে অস্ত্রোপচারের পর প্রায় চার মাস পুনর্বাসন শেষ করে নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন। ফিরলেও আগের সেই ধার আর দেখা যায়নি মুস্তাফিজের বোলিংয়ে। যার ফলে চলতি আইপিএলে একটিমাত্র ম্যাচ খেলে বসে থাকতে হয়েছে। মুস্তাফিজের এই পারফরম্যান্সকে স্বাভাবিক হিসেবেই দেখছেন মাশরাফি, ‘এই মুহূর্তে মুস্তাফিজের যা পারফরম্যান্স, সেটা স্বাভাবিক। এর আগে মুস্তাফিজ যা পেয়েছে, সেটা অস্বাভাবিক ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে এসেই আপনি ৪-৫ ম্যাচে ৩০ উইকেট পাবেন- এটা অবিশ্বাস্য একটি ব্যাপার।’

নতুন অবস্থায় মুস্তাফিজের বোলিং বিশ্বের সকল ব্যাটসম্যানদের কাছেই অপরিচিত ছিল।  সেই সুযোগটাই মুস্তাফিজ কাজে লাগাতে পেরেছিল। এখন তাকে কঠিন পরীক্ষায় পড়তে হয়েছে। এমনটাই ভাবেন বাংলাদেশ অধিনায়ক, ‘এখন যা হবে, ওকে কষ্ট করে উইকেট নিতে হবে। ওকে পড়ে ফেলছে ব্যাটসম্যানরা। প্রত্যেকটা দলে সেরা পর্যায়ের কম্পিউটার অ্যানালিস্ট থাকে। ওর সব শক্তির দিক ওরা বের করছে।’

কাঁধের ইনজুরিটা মুস্তাফিজেরে জন্য হুমকি হয়ে এসেছে।  ইনজুরিতে পড়েই তার পারফরম্যান্স নিচের দিকে।  মাশরাফিও বিষয়টা এভাবেই দেখছেন, ‘ মুস্তাফিজের জন্য আরও বড় সমস্যা হয়েছে ওর ইনজুরি। তিন-চার মাস হলো চোট থেকে সেরে উঠেছে। এছাড়া ওর বয়সও মাত্র ২০ বছর। সব কিছু মিলিয়ে ওর দিকে যদি তাকান, ওর জন্য এখন পরিস্থিতি খুব কঠিন।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?