X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

আবারও গম্ভীর-উথাপ্পা ঝড়, সহজেই জিতল কলকাতা

স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০১৭, ২২:০৬আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ২২:১৬

গৌতম গম্ভীর অপরাজিত ছিলেন ৭১ রানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চলছে রবিন উথাপ্পার ঝোড়ো ব্যাটিং। আগের ম্যাচে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ৪৭ বলে খেলেছিলেন ৮৭ রানের ঝোড়ো ইনিংস। ঝড়টা সচল থাকল দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে শুক্রবারের ম্যাচেও। তার হাফসেঞ্চুরির (৩৩ বলে ৫৯) সঙ্গে অধিনায়ক গৌতম গম্ভীরের হার না মানা ৭১ রানের ওপর ভর দিয়ে কলকাতা নাইট রাইডার্স পেয়েছে ৭ উইকেটের জয়। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে দিল্লির করা ১৬০ রানের জবাবে ২২ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা কলকাতা।

ইডেন গার্ডেনসে স্বাগতিক বোলারদের দাপটে ওপেনার সঞ্জু স্যামসন ও শ্রেয়াস আইয়ার ছাড়ার দিল্লির আর কেউ সুবিধা করতে পারেননি। উদ্বোধনী জুটিতে স্যামসন ও করুণ নায়ার যোগ করেন ৪৮ রান। ১৫ রান করে নায়ার আউট হওয়ার পর দ্বিতীয় উইকেট জুটিতে শ্রেয়াসকে সঙ্গে নিয়ে স্যামসন গড়েন ৭৫ রানের জুটি। তাদের এই জুটিতে দ্রুত রান তুলে বড় সংগ্রহের ভিত পায় দিল্লি।

যদিও ৩৮ বলে ৬০ রান করে উমেশ যাদবের বলে স্যামসন ফিরে গেলে রানের গতি কমতে থাকে জহির খানের দলের। নাথান কোল্টার-নাইলের বিধ্বংসী বোলিংয়ে ১৬০ রানে শেষ হয় তাদের ইনিংস। অস্ট্রেলিয়ান এই পেসার পেয়েছেন ৩ উইকেট, যার শুরুটা করেছিলেন তিনি ঋশভ পান্টকে দিয়ে। ৬ রানে আউট হন তিনি। এরপর ঝোড়ো ব্যাটিং করা শ্রেয়াসও ফেলেন কোল্টার-নাইলের বলে এলবিডাব্লিউ হয়ে। আউট হওয়ার আগে ৩৪ বলে ৪ চার ও এক ছক্কায় খেলেন ৪৭ রানের কার্যকরী ইনিংস।

রবিন উথাপ্পা খেলেছেন ৫৯ রানের ঝোড়ো ইনিংস ১৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে সুনিল নারিনের (৪) উইকেট হারালেও আবার দাঁড়িয়ে যান গম্ভীর-উথাপ্পা। দ্বিতীয় উইকেট জুটিতে ১০৮ যোগ করে জয়ের পথ তৈরি করে দেন তারা। ৩৩ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৫৯ রান করে উথাপ্পা আউট হলেও হাফসেঞ্চুরি পূরণ করে হার না মানা ৭১ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক গম্ভীর। ৫২ বলের ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ১১টি চারে। ক্রিকইনফো

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রহ্মপুত্রে নৌকাডুবি: এক শিক্ষার্থীর লাশ উদ্ধার, নিখোঁজ ২
ব্রহ্মপুত্রে নৌকাডুবি: এক শিক্ষার্থীর লাশ উদ্ধার, নিখোঁজ ২
জুলাই সনদ ঘোষণাসহ তিন দাবিতে ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ পদযাত্রা
জুলাই সনদ ঘোষণাসহ তিন দাবিতে ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ পদযাত্রা
পোশাক কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার
পোশাক কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার
ইউএসএআইডির অনুদান বাতিলের সিদ্ধান্তে মৃত্যুঝুঁকিতে দেড় কোটি মানুষ: গবেষণা
ইউএসএআইডির অনুদান বাতিলের সিদ্ধান্তে মৃত্যুঝুঁকিতে দেড় কোটি মানুষ: গবেষণা
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’