X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

কেন আসবে না পাকিস্তান, জানতে চাইবে বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৭, ২৩:৪৭আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ২৩:৪৭

কেন আসবে না পাকিস্তান, জানতে চাইবে বিসিবি ২০১৭ সালে যে তারা বাংলাদেশ সফরে আসবে, সেটা আগেই নিশ্চিত করে রেখেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু হঠাৎই দিনকয়েক আগে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান সংবাদমাধ্যমকে জানান, তারা আসবে না বাংলাদেশে, আর দুই বোর্ডের সমঝোতাতেই হয়েছে সিদ্ধান্ত। কথাটা শুনে তো চমকে উঠেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান! হঠাৎ তাদের সিদ্ধান্ত বদল করার কোনও কারণও জানা নেই তার। তাই কেন পাকিস্তানের সিদ্ধান্ত বদল, সেটাই খুঁজে বের করবেন এখন বিসিবি প্রধান।

দুবাইয়ে আইসিসির বোর্ড সভায় শাহরিয়ার খানের সঙ্গে দেখা হয়েছে নাজমুলের। তবে বাংলাদেশের সফর বাতিল নিয়ে কোনও আলোচনা হয়নি বলেই জানিয়েছেন তিনি শুক্রবার সংবাদমাধ্যমকে, ‘পাকিস্তানের সঙ্গে আমাদের আনুষ্ঠানিক কোনও কথা হয়নি। আমরা নিশ্চিত ছিলাম পাকিস্তান আসছে, এর আগেও আমাদের কথা হয়েছে।’ সফর বাতিল করার কারণ হিসেবে পিসিবি চেয়ারম্যান বাংলাদেশের পাকিস্তানে না যাওয়ার বিষয়টি তুললেও সেটা অস্বীকার করেছেন নাজমুল। বরং পিসিবির সঙ্গে অন্য আলোচনা হয়েছিল বলেই তার দাবি, ‘২০১৫ সালে যখন কথা হয়েছিল, তখনও বলে গিয়েছিল ২০১৭ সালে ওরা (পাকিস্তান) আমাদের এখানে আসবে। তখন  এফটিপি চূড়ান্তও হয়েছিল।  তারপর আমরা ওদের ওখানে যাব কিনা, সেটা পরে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল।’

তাহলে হঠাৎ কেন সিদ্ধান্ত বদল-প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে নাজমুলের মনেও। শুধু এতটুকু জানতে পেরেছেন, বাংলাদেশে আসা নিয়ে পিসিবিতে ঝামেলা হচ্ছে। বিসিবি সভাপতির ভাষায় যা এমন, ‘হঠাৎই জানলাম ওদের না আসার খবর। (আইসিসির) বোর্ড মিটিং যেদিন শেষ হলো, মানে গত পরশু, সেদিন উনি (শাহরিয়ার খান) আমাকে বলেছিলেন, এই সিরিজে আসা নিয়ে তাদের মধ্যে ঝামেলা হচ্ছে। তারা  আমার সঙ্গে বসতে চায়। ওখানে  কথা বলতে এতটুকুই হয়েছে।’

আলোচনায় বসবেন কিনা, সে বিষয়ে কিছু না বললেও পাকিস্তানের না আসার কারণ জানতে চাইবেন নাজমুল, ‘ যেহেতু তিনি সংবাদমাধ্যমকে বলে দিয়েছেন, পাকিস্তান আসতে চায় না কিংবা আসতে পারছে না, তাই  আমরা ওদেরকে খসড়া সূচি পাঠবো। তারপর ওরা আনুষ্ঠানিকভাবে কী জানায়, দেখা যাক। কেন আসছে না, সেটা আমাদের জানা দরকার। নির্দিষ্ট কোনও কারণ তো থাকতে হবে।’ কারণ যাইহোক, পাকিস্তান না এলে কোনও ক্ষতিপূরণ দাবি করা হবে কিনা, এমন প্রশ্নে মন্তব্য করতে রাজি হননি নাজমুল, ‘আনুষ্ঠানিকভাবে তাদের কারণ জানতে পারলে আমরা সাড়া দিতে পারতাম। তারা কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এই বিষয়টা নিয়ে এখন তাই আমাদের কিছু বলাটা ঠিক হবে না।’

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশকে আমার অনেক কিছু দেওয়ার বাকি: সুমনা
দেশকে আমার অনেক কিছু দেওয়ার বাকি: সুমনা
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!