X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

শুরুতেই সৌম্য ফিরলেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৭, ২০:১৫আপডেট : ২৪ মে ২০১৭, ২০:৩২

সৌম্য সরকার ২৭১- ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের জয়ের জন্য দরকারি রান। নিউজিল্যান্ডের স্কোরটা খুব একটা শক্তিশালী নয়। দেখেশুনে খেললে জয় বাংলাদেশের হাতে ধরা দেওয়া কঠিন কিছু নয়। কিন্তু শুরুতেই হোঁচট খেয়েছে তারা। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচজয়ী ইনিংস খেলা সৌম্য সরকার প্রথম বলেই জিতান প্যাটেলের শিকার। রানের খাতা খুলতে পারেননি তিনি। এর আগে প্রথম বলটা ছয় মেরে শুরু করেন তামিম ইকবাল। তার সঙ্গে ক্রিজে আছেন সাব্বির রহমান। ৬ ওভারে ১ উইকেটে বাংলাদেশ করেছে ৩১ রান।

এর আগে ব্যাটিংয়ে নেমে বড় স্কোরের আভাস দিলেও নিউজিল্যান্ড খুব বেশিদূর এগোতে পারেনি। বাংলাদেশের বোলাররা দারুণ নৈপুণ্য দেখিয়েছে। প্রথমে নাসির হোসেন, এর পর সাকিব আল হাসান ও মাশরাফি মুর্তজার জোড়া আঘাতে প্রতিপক্ষকে ৮ উইকেটে ২৭০ রানে বেধে দিয়েছে বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজের শিরোপা আয়ারল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচেই নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। শেষ ম্যাচটি তাদের জন্য আনুষ্ঠানিকতার হলেও বাংলাদেশের জন্য ষষ্ঠ র‌্যাংকিংয়ে ওঠার মিশন এটি। তাই গুরুত্ব দিয়েই মাঠে নেমেছিলেন মাশরাফিরা।

টস জিতে বাংলাদেশ ফিল্ডিং নিয়ে দারুণ শুরুর আভাস দিয়েছিলেন। চতুর্থ ওভারে উদ্বোধনী জুটি ভাঙেন মোস্তাফিজুর রহমান। লুক রঞ্চিকে মাত্র ২ রানে সাকিবের ক্যাচ বানান আগের ম্যাচসেরা বোলার। তবে আরও আগেই উইকেট পেতে পারত বাংলাদেশ। প্রথম ওভারেই টম ল্যাথামকে ফেরাতে পারতেন মাশরাফি, কিন্তু দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা নাসির স্কয়ার লেগে ক্যাচ ছেড়ে দেন। ১৫তম ওভারে আরেকবার জীবন পান ল্যাথাম। মোসাদ্দেক হোসেনের হাতে জীবন পাওয়ার আগের বলে হাফসেঞ্চুরি করেন এ ওপেনার। নাইল ব্রুমের সঙ্গে ১৩৩ রানের জুটি গড়েন ল্যাথাম।

অবশেষে তাদের দুজনকে পরপর দুই ওভারে ফেরান নাসির। ল্যাথামকে সেঞ্চুরি করতে দেননি তিনি। ৮৪ রানে তাকে বোল্ড করেন বাংলাদেশি অলরাউন্ডার। তবে তার আগে ৬৩ রানে ব্রুমকে ফেরান নাসির। দুই বিপজ্জনক ব্যাটসম্যান সাজঘরে ফিরলেও রস টেলর ও কোরি অ্যান্ডারসনের ব্যাটে পথে ফিরছিল নিউজিল্যান্ড। দলীয় ২০৮ রানে সাকিবের আঘাত বড় ধাক্কা দেয় তাদের। অ্যান্ডারসনকে ২৪ রানে মাহমুদউল্লাহর ক্যাচ বানান এ অলরাউন্ডার। ম্যাচের মোড় আরও ঘুরে যায় কিউইরা পরপর তিন ওভারে ৩ উইকেট হারালে। মাশরাফি তার দুই ওভারে জিমি নিশাম ও কলিন মুনরোকে ক্রিজ থেকে বিদায় করেন। মাঝে সাকিব তার দ্বিতীয় উইকেট তুলে নেন মিচেল স্যান্টনারকে বোল্ড করে।

রানের গতি তখন থেকে মন্থর হয়ে যায় কিউইদের। রুবেল হোসেনের কাছে অষ্টম উইকেটের পতন ঘটে ২ ওভার বাকি থাকতে। এ পেসার বোল্ড করেন ম্যাট হেনরিকে। একপ্রান্ত আগলে রেখে হাফসেঞ্চুরি পাওয়া টেলরকে শিকার করতে পারতেন রুবেল। কিন্তু লং অনে দাঁড়ানো মাহমুদউল্লাহ সহজ ক্যাচ ছেড়ে দেন। ৫৬ বলে ৬০ রানে অপরাজিত ছিলেন টেলর।

সাকিব, মাশরাফি ও নাসির সর্বোচ্চ ২টি করে উইকেট নেন।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ