X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রোনালদোর জন্য চ্যাম্পিয়নস লিগ ফাইনালে যাচ্ছেন তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০১৭, ১৯:০৩আপডেট : ২৬ মে ২০১৭, ১৯:০৩

রোনালদোর জন্য চ্যাম্পিয়নস লিগ ফাইনালে যাচ্ছেন তামিম ক্রিকেট পেশা হলে কী, ফুটবল মিশে আছে তার অন্তরে। ক্রিস্তিয়ানো রোনালদো বলতে তিনি অজ্ঞান। পতুর্গিজ যুবরাজের অন্ধভক্ত সেই তামিম ইকবালের অনেক দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। গ্যালারিতে বসে চোখের সামনে দেখতে পাবেন তিনি রোনালদোর পায়ের কারুকাজ। তাও আবার যেনতেন ম্যাচ নয়, ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে উত্তেজনা ও মর্যাদার লড়াইয়ের সাক্ষী হচ্ছেন বাংলাদেশি ওপেনার। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ৩ জুন কার্ডিফে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ-জুভেন্টাস, ওই ম্যাচ মাঠে বসে দেখবেন তামিম।

২০১৬-১৭ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের মঞ্চ কার্ডিফের মিলেনিয়াম স্টেডিয়াম। ৩ জুনের ওই ফাইনালের আগেই ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হয়ে যাবে চ্যাম্পিয়নস ট্রফির লড়াই। বাংলাদেশ দল ইতিমধ্যে পৌঁছে গেছে ইংল্যান্ডে। স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দিয়েই চ্যাম্পিয়নস ট্রফি মিশন শুরু করবে মাশরাফিরা। ১ জুনের ওই ম্যাচের চার দিন পর দ্বিতীয় ম্যাচ। খেলা না থাকায় তাই কার্ডিফের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল দেখার সুযোগটা হাতছাড়া করতে চাননি তামিম। বিশেষ করে গ্যালারি থেকে রোনালদোর খেলা সরাসরি দেখতে পাবেন বলে তামিমের আনন্দের মাত্রাটা যেন আরও বেশি, ‘গ্যালারিতে বসে রোনালদোর খেলা দেখাটা আমার অনেক দিনের স্বপ্ন। অবশেষে সুযোগটা এসেছে আমার সামনে। এমন সুবর্ণ সুযোগ আমি কোনোভাবেই হাতছাড়া করতে চাইনি।’

রোনালদোর খেলা, সঙ্গে আবার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল, তাই কোচকে জানালেন নিজের ইচ্ছার কথা। কোচ চন্ডিকা হাথুরুসিংহেও আপত্তি করছেন না। শিষ্যের ছুটি মঞ্জুর করে দিলেন অনুমতি, তামিমের ভাষায় যা এমন, ‘ম্যাচ দেখতে যাওয়ার জন্য কোচের কাছে একদিনের ছুটি চেয়েছি। উনি না করেননি, ছুটি দিয়েছেন।’

রিয়াল-জুভেন্টাসের ফাইনাল দেখতে কিন্তু চড়া মূল্য দিতে হচ্ছে তামিমকে! মূল্যটা সত্যিকার অর্থেই টাকার মূল্য। খেলাটাকে দারুণভাবে উপভোগ করার জন্য ডাগআউটের ঠিক পেছনেই লোয়ার স্ট্যান্ডের টিকিট কেটেছেন তিনি, আর তার জন্য খরচ করতে হয়েছে ২৭০০ ইউরো। বাংলাদেশি টাকায় অঙ্কটা প্রায় আড়াই লাখের মতো! টাকার অঙ্কটা বেশি হলেও সুযোগটা তো আর সবসময় আসবে না, তামিম বিষয়টা জানেন বলেই স্পষ্ট গলায় জানালেন, ‘এই ধরনের সুযোগ তো আর প্রতিদিন আসবে না। তাই আমি পুরো সুযোগটা নিতে চেয়েছি।’

সত্যিই তো, রোনালদোর খেলা কি আর গ্যালারিতে বসে সবসময় দেখা সম্ভব! বিশেষ করে মঞ্চটা যখন আবার চ্যাম্পিয়নস লিগ ফাইনালের।

/কেআর/আরআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা