X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ফিঞ্চের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়

স্পোর্টস ডেস্ক
২৭ মে ২০১৭, ১০:৩৯আপডেট : ২৭ মে ২০১৭, ১১:০৪

অ্যারন ফিঞ্চ খেলেছেন ১৩৭ রানের ইনিংস ওয়ার্ম আপ ম্যাচে হার-জিত বড় কোনও বিষয় নয়, নিজেদের ঝালিয়ে নেওয়াটাই থাকে সব দলের লক্ষ্য। এরপরও ফল নিষ্পত্তির ব্যাপারটা থেকেই যায়। যাতে খেলোয়াড়দের আত্মবিশ্বাসের পর্যায়টা বেড়ে যায় আরও। চ্যাম্পিয়নস ট্রফির আগে অস্ট্রেলিয়া করে নিলো সেই কাজটা।

প্রথম ওয়ার্ম আপ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পেয়েছে তারা রোমাঞ্চকর এক জয়। অ্যারন ফিঞ্চের সেঞ্চুরির পর ট্রেভিস হেডের হার না মানা হাফসেঞ্চুরিতে লঙ্কানদের হারিয়েছে অস্ট্রেলিয়া ২ উইকেটে। ৫০ ওভারে অ্যাঞ্জেলো ম্যাথুজদের ৭ উইকেটে করা ৩১৮ রান অস্ট্রেলিয়া মাত্র ২ বল আগে টপকে যায় ৮ উইকেট হারিয়ে।

টস হেরে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা শুরুতে খুব একটা সুবিধা করতে পারেনি। নিরোশান ডিকবিলা (৪১) চেষ্টা চালিয়ে গেলেও ব্যর্থ উপুল থারাঙ্গা (১৩), কুশল মেন্ডিস (৫) ও দিনেশ চান্ডিমাল (১৭)। ৯২ রানে ৪ উইকেট হারানো এই শ্রীলঙ্কাই ইনিংসের মাঝপথে হয়ে উঠে দুর্বার।

অনেক দিন পর মাঠে ফেরা ম্যাথুজ সত্যিকার অধিনায়কের মতোই নেতৃত্ব দিয়েছেন দলকে। লঙ্কানদের বিপর্যয়ের মুখ থেকে টেনে তুলে ১০৬ বলে খেলেন ৯৫ রানের ইনিংস। মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি মিস করা ইনিংসটি সাজিয়েছিলেন তিনি ৯ চার ও ২ ছক্কায়। যোগ্য সঙ্গ পেয়েছিলেন অসেলা গুরুনারত্নের কাছ থেকে। এই ব্যাটসম্যান ৫৬ বলে খেলেন হার না মানা ৭০ রানের ঝোড়ো ইনিংস। তবে লঙ্কানদের রান ৩১৮ পর্যন্ত যেতে পেরেছে শেষ দিকে সেক্কুগে প্রসন্ন ১৯ বলে ৩১ রানের কার্যকরী ইনিংসটি খেলায়।

কঠিন লক্ষ্যে মাঠে নেমে ওয়ার্নার ১৯ রানে ফিরে গেলেও আরেক ওপেনার ফিঞ্চ করেন দুর্দান্ত এক সেঞ্চুরি। তার ১০৯ বলে ১১ চার ও ৬ ছক্কায় খেলা ১৩৭ রানের ইনিংসটা গড়ে দেয় জয়ের ভিত। যে ভিতের ওপর দাঁড়িয়ে শেষটা করেছেন হেড। মাথা ঠাণ্ডা রেখে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন তিনি। খেলেছেন ৭৩ বলে হার না মানা ৮৫ রানের ইনিংস, যাতে ছিল ৭টি চারের মার। ক্রিকইনফো

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের