X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের জয় উদযাপন করায় ১৫ ভারতীয় গ্রেফতার

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০১৭, ২২:২৩আপডেট : ২১ জুন ২০১৭, ২২:২৬

ভারতকে হারিয়ে শিরোপা নিশ্চিতের পর পাকিস্তানের উল্লাস জন্মভূমি ভারত, কিন্তু উল্লাস করছে পাকিস্তানের জয়ে- অবিশ্বাস্য লাগছে তো! বিশ্বাস না হলেও এই ঘটনাটাই ঘটেছে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের জয়ের পর। তাও আবার কিনা শিরোপা উদযাপন করেছে যখন তারা চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে। নিজের দেশ হারলেও তাতে থোড়াই কেয়ার মোহাদ গ্রামের জন ১৫ ক্রিকেট ভক্তের! পাকিস্তানের জয়ে করেছে উৎসব, এমনকি ভারত বিরোধী স্লোগানও দিয়েছে পুলিশের হাতে গ্রেফতার হওয়া এই যুবকরা। রাষ্ট্রদ্রোহের বড় শাস্তিই তাই অপেক্ষা করছে এখন।

মধ্য প্রদেশের বুরহানপুর জেলার এই গ্রামটিতে মুসলিম পরিবারের সংখ্যাই বেশি। ‘সিএনএন’-এর খবর মোহাদ গ্রামের ৩০০ পরিবারের মধ্যে হিন্দু পরিবারের সংখ্যা ১৫ থেকে ২০টি। ধর্মীয় জায়গা থেকেই তারা পাকিস্তানের পক্ষে জয়ধ্বনি দিয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানের পর নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশ ইন্সপেক্টর সঞ্জয় পাঠাক।

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে বিশাল ব্যবধানে হারায় পাকিস্তান। সরফরাজ আহমেদদের জয়ের পর উল্লাসে ফেটে পড়ার সঙ্গে ভারতকে নিয়ে কটুক্তিমূলক মন্তব্য করে কয়েক জন। তাদের পাশের বাড়ির হিন্দু পরিবার থেকে অভিযোগ আসে পুলিশের কাছে। এরপরই স্থানীয় পুলিশ গ্রেফতার করে ১৫ জনকে, যাদের বয়স ১৯ থেকে ৩১-এর মধ্যে। ‘সিএনএন’-এর কাছে বিষয়টি নিশ্চিত করেছেন সঞ্জয়, ‘পাকিস্তানের জয় উদযাপন করার সঙ্গে অভিযুক্তরা ভারত বিরোধী স্লোগান দিয়েছে।’ অভিযুক্ত এই ১৫ ভারতীয়কে বুধবার আদালতে হাজির করা হবে বলেও জানিয়েছেন তিনি।

ভারতে রাষ্ট্রদ্রোহীর মামলা কঠোরভাবে দেখা হয়। অভিযুক্ত ব্যক্তি যদি দোষী প্রমাণিত হন, তাহলে ১৪ বছর পর্যন্ত জেল হতে পারে। প্রাথমিকভাবে অবশ্য অভিযোগের প্রমাণ পেয়েছে পুলিশ। অভিযুক্ত যুবকদের জয় উদযাপন ও ভারত বিরোধী স্লোগানের ভিডিও ও অডিও হাতে পেয়েছে তারা।

ভারত-পাকিস্তানের ক্রিকেট লড়াই তাদের রাজনৈতিক বৈরিতায় প্রভাব ফেলে সবচেয়ে বেশি। সেই ১৯৫২ সাল থেকে, দেশ ভাগ হওয়ার পর প্রথমবার যখন ক্রিকেট মাঠে নেমেছিল দেশ দুটি, তখন থেকে ২২ গজের লড়াইয়ে অন্য রকম উত্তাপ ছড়ায় ভারত-পাকিস্তানের ম্যাচ। ক্রিকেট বিশ্বও মুখিয়ে থাকে এই উত্তেজনার আঁচ গায়ে মাখতে। এবার সেই পারদটা আরও উঁচুতে উঠেছিল ফাইনাল মঞ্চে তারা মুখোমুখি হয়েছিল বলে। কেনিংটন ওভালে মঞ্চায়িত ম্যাচটিতে হেরে হতাশায় যখন ভেঙে পড়েছে গোটা ভারত, তখন কিনা সেই ভারতেই হয়েছে পাকিস্তানের জয় উৎসব! সিএনএন

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আমার যুদ্ধ ইয়াবা কারবারিদের বিরুদ্ধে: বদি
আমার যুদ্ধ ইয়াবা কারবারিদের বিরুদ্ধে: বদি
সব নারী সাধু না: রিচা
সব নারী সাধু না: রিচা
উজবেকিস্তানে সরাসরি ফ্লাইট চালাবে বিমান
উজবেকিস্তানে সরাসরি ফ্লাইট চালাবে বিমান
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন