X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ায় চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এনামুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০১৭, ১৫:১১আপডেট : ২২ জুন ২০১৭, ১৫:১৩

এনামুল হক অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত গত বিশ্বকাপে দুর্ভাগ্য সঙ্গী হওয়ার পর থেকেই কক্ষপথ থেকে ছিটকে গেছেন এনামুল হক বিজয়। বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ইনজুরির কারণে বাদ পড়ার পর ওপেনিংয়ে তার জায়গায় সুযোগ পান সৌম্য সরকার। এরপর থেকেই তিনি জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েছেন। গত আড়াই বছরে মাত্র দুটি টি-টোয়েন্টি খেলার সুযোগ পেলেও ৫০ ওভারে সুযোগ হয়নি  এনামুলের। ৩০ ওয়ানডেতে ৩৫.১৮ গড়ে ৯৫০ রান করা এ ব্যাটসম্যান আর সুযোগ করে নিতে পারেননি। তবে এই মুহূর্তে হাই পারফরম্যান্স দলের অস্ট্রেলিয়া সফরের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি। ওখানে ভালো খেলেই জাতীয় দলে ফিরতে চান তরুণ এই ওপেনার।

নিজের হারানো জায়গাটা পুনরুদ্ধার করতে অক্লান্ত পরিশ্রমও করে চলেছেন এনামুল। গত প্রিমিয়ার লিগে ১৬ ম্যাচে ৫৯৬ রান করে টুর্নামেন্টের শীর্ষ ব্যাটসম্যানের তালিকায় ছয় নম্বরে তিনি। তবে বর্তমান সময়ে জাতীয় দলে জায়গা পাওয়ার প্রতিযোগিতা অনেক বেশি হওয়ায় ‘অসাধারণ’ কিছু করে দেখাতে হবে এনামুলকে।

এনামুল বিষয়টি জানেন বলেই আসন্ন অস্ট্রেলিয়া সফরে আশার আলো খুঁজে পাচ্ছেন  তিনি। বৃহস্পতিবার মিরপুরের একাডেমিতে অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘প্রতিটি ম্যাচই আমার জন্য সমান গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং। জাতীয় দলে ফিরতে কোনও সুযোগই হাতছাড়া করতে চাই না। তাই প্রতিটি ম্যাচই রান করা আমার কাছে খুব জরুরি। অস্ট্রেলিয়া সফরটা আমার জন্য বড় মঞ্চ। অস্ট্রেলিয়ার মতো ভালো জায়াগাতে ভালো কিছু করতে পারলে নিশ্চয়ই সুযোগ আসবে। এখন আমার কাজ পারফর্ম করা। প্রিমিয়ার লিগ মোটামুটি ভালো হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার দায়িত্ব মাঠে পারফরম্যান্স করা। দলে সুযোগ দেওয়ার দায়িত্ব নির্বাচকদের।’

ঈদের পর আগামী ১ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশে বিমানে চাপবে হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি)। ডারউইনে প্রাদেশিক একটি দলের বিপক্ষে তারা খেলবে ৫টি ওয়ানডে, দুটি দুই দিনের ও একটি তিন দিনের ম্যাচ। অস্ট্রেলিয়ায় উড়াল দেওয়ার আগে বেশ রোমাঞ্চিত এনামুল, ‘আমি নিজে খুব রোমাঞ্চিত। অনেকদিন পর বিদেশ সফরে যাচ্ছি। এমনিতেই অস্ট্রেলিয়া আমার জন্য সৌভাগ্যপূর্ণ ভেন্যু। যদিও শেষ অস্ট্রেলিয়া সফরে সেটা দুর্ভাগ্যের হয়ে উঠেছিল ইনজুরির কারণে। আমাদের দলে বেশ ভালো কয়েকজন খেলোয়াড় আছে। সেখানে ভালো কিছু করে আসার সুযোগ পাব।’

প্রায় তিন সপ্তাহের এ সফরের জন্য বিসিবি এখনও ১৬ জনের দল ঘোষণা করেনি। যদিও এইচপি স্কোয়াডের ২৪ জন থেকেই ১৬ জনের চূড়ান্ত স্কোয়াড নির্বাচন করবে নির্বাচকরা। দল ঘোষণার আগেই এনামুল জানালেন তাদের দলটি কতটা ভারসাম্যপূর্ণ, ‘জাতীয় দলের পর বাংলাদেশের সেরা পারফরমাররা এই দলে আছে। দলটি বেশ ভারসাম্যপূর্ণ। দলে ব্যাটসম্যান-বোলারদের পাশাপাশি বেশকিছু অলরাউন্ডার আছে। আশা করি অস্ট্রেলিয়া সফরে দল হিসেবে আমরা ভালো কিছু করতে পারব।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
খিলক্ষেতে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
খিলক্ষেতে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সারা দেশে ছাত্রলীগের বিক্ষোভ
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সারা দেশে ছাত্রলীগের বিক্ষোভ
ভাড়া বাসা থেকে আ.লীগ নেতার লাশ উদ্ধার
ভাড়া বাসা থেকে আ.লীগ নেতার লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ