X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ সফরের আগে অস্ট্রেলিয়ার এক সপ্তাহের ক্যাম্প

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০১৭, ১৬:২৫আপডেট : ২৫ জুন ২০১৭, ১৬:৩৮

বাংলাদেশ সফরের আগে অস্ট্রেলিয়ার এক সপ্তাহের ক্যাম্প দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া অস্ট্রেলিয়া সফরটাকে দিচ্ছে ভীষণ গুরুত্ব। প্রায় এক যুগ পর প্রথমবার টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি ক্যাম্প করছে তারা। আর সে জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বেছে নিয়েছে উত্তরাঞ্চলীয় প্রদেশের ডারউইনকে। ওখানেই স্টিভেন স্মিথরা করবেন এক সপ্তাহের ক্যাম্প।

চলতি বছরের শুরুর দিকে ভারত সফরের আগে অস্ট্রেলিয়া প্রস্তুতি ক্যাম্প করেছিল দুবাইয়ে। ডারউইনকে এখন বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্প হিসেবে বেছে নিয়েছে সিএ। সংস্থাটি স্মিথদের ক্যাম্পের ঘোষণা দেওয়ার সঙ্গে জানিয়েছে তাদের প্রস্তুতির ছকও। ৭ দিনের এই ক্যাম্প শুরু হবে ১০ আগস্ট। যেখানে ৩ দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে স্কোয়াডে থাকা খেলোয়াড়রা দুই ভাগে ভাগ হয়ে। ১৪ আগস্ট থেকে শুরু হওয়া ম্যাচটি হবে মারারা ক্রিকেট গ্রাউন্ডে।

বাংলাদেশ সফরের জন্য নর্দার্ন টেরিটোরির (এনটি) রাজধানী ডারউইনকে প্রস্তুতির সবচেয়ে উপযোগী জায়গা মনে করছেন সিএ’-এর টিম পারফরম্যান্স ম্যানেজার প্যাট হাওয়ার্ড, ‘নর্দার্ন টেরিটোরির গভর্নমেন্ট ও এনটি ক্রিকেটের কাছ থেকে যে সমর্থন পেয়েছি, তাতে আমরা ভীষণ কৃতজ্ঞ। বাংলাদেশ সফরের আগে প্রস্তুতির জন্য এই জায়গাটা আদর্শ।’

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তবে স্কোয়াডে আরও এক পেসার যোগ হতে পারে বলে খবর ‘ক্রিকেট ডটকম ডট এইউ’-এর। অস্ট্রেলিয়া ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর থেকেই বেছে নেওয়া হতে পারে ‘বাড়তি’ পেসারকে।

১৮ আগস্ট টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছাবে অস্ট্রেলিয়া দল। মূল লড়াই শুরুর আগে ২২ আগস্ট দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে স্মিথরা ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। আর প্রথম টেস্ট মিরপুরে শুরু ২৭ আগস্ট, দ্বিতীয় টেস্টটি হবে চট্টগ্রামে ৪ সেপ্টেম্বর থেকে। ক্রিকেট ডটকম ডট এইউ

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস