X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

টেস্ট থেকে অবসর নিচ্ছেন ডি ভিলিয়ার্স!

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০১৭, ১৫:৩০আপডেট : ২৭ জুন ২০১৭, ১৫:৩৮

টেস্ট থেকে অবসর নিচ্ছেন ডি ভিলিয়ার্স! সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশ। ওই সিরিজে টেস্ট না খেলার কথা জানিয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। যদিও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর আবার বলেছেন ‘প্রস্তুত থাকতে চাই’ বাংলাদেশের বিপক্ষে। তবে এত সব কথার আড়াল ভেঙে অন্য এক আলোচনা উঠে এসেছে এখন। টেস্ট থেকেই নাকি অবসর নিয়ে ফেলছেন ডি ভিলিয়ার্স! ‘ক্রিকইনফো’ ছেপেছে, সামনের আগস্টে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে পারেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান।

কনুইয়ের চোটের পর টেস্ট ক্রিকেট থেকে বাইরে ডি ভিলিয়ার্স। খেলতে পারেননি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে। ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজেও তিনি থাকবেন মাঠের বাইরে। অস্ট্রেলিয়া সফরের আগে তাই উঠে তার অবসরের গুঞ্জন। এমনকি গত বছর প্রথমবার টেস্ট থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্তও নাকি নিয়েছিলেন ডি ভিলিয়ার্স!

যদিও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড (সিএসএ) দলে তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরলে সিদ্ধান্ত পাল্টান তিনি। তবে এবার তার সিদ্ধান্ত বদলের সম্ভাবনা কম বলেই খবর ‘ক্রিকইনফো’র। কারণ আগস্টে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে কোচ রাসেল ডোমিঙ্গোর। সিএসএ’র সঙ্গে তার মেয়াদ বাড়ানোর সম্ভাবনা খুবই কম। সবসময় খেলোয়াড়দের সাহস জুগিয়ে চলা ডোমিঙ্গো দায়িত্ব ছেড়ে দিলে ডি ভিলিয়ার্সকে ধরে রাখার মতো অবস্থা থাকবে কিনা, সেই বিষয়েও প্রশ্ন তুলেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটটি। তাই ডোমিঙ্গোর বিদায়ে আগস্টে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে পারেন ডি ভিলিয়ার্স।

অবশ্য সাদা পোশাককে বিদায় জানানোর কারণও আছে। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে পূর্ণ নজর দিতেই টেস্ট থেকে নিজেকে গুটিয়ে নিতে চাইছেন ডি ভিলিয়ার্স। সামনের বিশ্বকাপের প্রস্তুতির কথা দিন দুয়েক আগেই জানিয়েছেন প্রোটিয়াদের ওয়ানডে অধিনায়ক। ইংল্যান্ডের দীর্ঘ দুই মাসের সফর শেষে দেশে ফেরার আগে ডি ভিলিয়ার্স জানিয়ে গেছেন, তিনি ও সিএসএ ‘সামনের বছরগুলোর জন্য চূড়ান্ত সিদ্ধান্ত’ নেবেন।

সেই সিদ্ধান্তগুলোর একটি নিশ্চিতভাবেই নতুন কোচ নিয়োগের। তার সঙ্গে টেস্ট ভবিষ্যৎ নিয়েও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেন ডি ভিলিয়ার্স। ক্রিকইনফো

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
 ‘রান আপের গতি আর হ্যান্ড সুইংয়ে বদল এনেই সাফল্য পাচ্ছি’
 ‘রান আপের গতি আর হ্যান্ড সুইংয়ে বদল এনেই সাফল্য পাচ্ছি’
প্রার্থীর পক্ষে প্রচারণা করায় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসককে শোকজ
প্রার্থীর পক্ষে প্রচারণা করায় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসককে শোকজ
ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে একজন গ্রেফতার
ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে একজন গ্রেফতার
গরু কিনতে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত
গরু কিনতে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?