X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ভারত-ইংল্যান্ডের শিরোপার লড়াই আজ

স্পোর্টস ডেস্ক
২৩ জুলাই ২০১৭, ০০:১২আপডেট : ২৩ জুলাই ২০১৭, ০০:২৬

অনুশীলনে হাস্যোজ্জ্বল ভারতের মেয়েরা ১২ বছর আগে বিশ্বকাপ শিরোপা হাতের নাগালে এসেও সেটা নিতে পারেননি মিতালি রাজ ও ঝুলন গোস্বামী। লর্ডসের মঞ্চে কি কাটবে তাদের সেই আক্ষেপ? প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে ভারতের মেয়েরা? নাকি রেকর্ড চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ছিটকে যাওয়ার সুযোগে চতুর্থবার চ্যাম্পিয়ন হবে ইংল্যান্ড? সব প্রশ্নের উত্তর মিলবে আজ রবিবার ভারত-ইংল্যান্ডের বিশ্বকাপ ফাইনাল ম্যাচ শেষে। নিজেদের ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে বেলা সাড়ে তিনটায় লর্ডসে স্বাগতিকদের মুখোমুখি হবে ভারতের মেয়েরা।

আত্মবিশ্বাসে দুই দলই সমানতালে এগিয়ে। কারণ সেমিফাইনালে দারুণ জয়ের স্মৃতি তাদের সঙ্গী। শেষ চারের লড়াইয়ে প্রথম ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় দক্ষিণ আফ্রিকাকে ২ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। আর হারমানপ্রীত কৌরেরর ১৭১ রানের অবিশ্বাস্য ইনিংসে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পাত্তাই পায়নি ভারতের কাছে। ৩৬ রানের জয়ে ২০০৫ সালের পর প্রথমবার ফাইনালে ওঠে দক্ষিণ এশিয়ার দলটি।

অবশ্য শিরোপা নির্ধারণী মঞ্চে অন্য কারণে বেশ এগিয়ে থাকছে ভারত। কারণ তাদের এবারের প্রতিযোগিতা শুরু হয়েছে ইংল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে। ওই একটি হারের পর কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। ১৯৭৩, ১৯৯৩ ও ২০০৯ সালের চ্যাম্পিয়নরা ৬ ম্যাচ জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় ফাইনালেও। অধিনায়ক হিদার নাইট বিশ্বাস করেন, তার দলের আরও কিছু দেওয়ার আছে। এ উৎসবের জন্য প্রস্তুত ইংল্যান্ড নিজেদের মাঠে নিজেরা বিজয়ের গান গাইতে চান হিদার, ‘এমন মুহূর্তটা আমরা জয়ে শেষ করতে চাই। এখনও একটি খেলা বাকি। যদি আমরা সবাই একসঙ্গে আসল পারফরম্যান্স করতে পারি তাহলে অধিনায়ক হিসেবে খুব খুশি হব। দারুণ খবর তৈরি হবে।’ ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ হারের কথা মনে করিয়ে দিতেই ইংলিশ অধিনায়কের স্বীকারোক্তি, ‘ওই ম্যাচে আমরা ভালো খেলতে পারিনি, আমি সেটা স্বীকার করেছিলাম। কিন্তু আমরা অনেকে শিক্ষা নিয়েছি। কথা দিচ্ছি, রবিবার দারুণ একটা পারফরম্যান্স করব সবাই মিলে।’

ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে এসে আরেকটি ফাইনালের আগে রোমাঞ্চিত মিতালি। ভারতের অধিনায়কের বিশ্বাস, ২০০৫ সালের আক্ষেপ এবার কাটাতে পারবেন তিনি। বিশ্বকাপ শিরোপায় চুমু খেয়ে বিদায়ের প্রত্যাশা তার। মিতালি বলেছেন, ‘আমার ও ঝুলনের (গোস্বামী) জন্য এটা খুব বিশেষ। কারণ ২০০৫ সালের কেবল আমরা দুজন এখনও দলে আছি এবং মনে হচ্ছে যেন আবার সেই ২০০৫ সালে ফিরে যাচ্ছি।’

প্রতিপক্ষ নিজেদের ঘরের মাঠে খেলছে, এটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ৩৪ বছর বয়সী অধিনায়ক। তবে দলের উৎসাহ-উদ্দীপনা তার বিশ্বাসকে করছে আরও দৃঢ়, ‘বিশ্বকাপ ফাইনালে উঠতে পেরে আমরা রোমাঞ্চিত। এ প্রতিযোগিতা যে সহজ হবে না সেটা জানতাম। কিন্তু মেয়েরা দলের প্রয়োজনে প্রত্যেক পরিস্থিতিতে এগিয়ে এসেছে। ইংল্যান্ড সহজ প্রতিপক্ষ নয়। কিন্তু অস্ট্রেলিয়াকে হারানোর পর আমি নিশ্চিত মেয়েরা প্রতিপক্ষের ঘরের মাঠে চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত।’ ক্রিকইনফো, বিবিসি, এনডিটিভি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কষ্টিপাথর কিনে প্রতারিত হয়ে অপহরণ, গ্রেফতার ৭
কষ্টিপাথর কিনে প্রতারিত হয়ে অপহরণ, গ্রেফতার ৭
ফরিদপুরে দুই সহোদর হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
ফরিদপুরে দুই সহোদর হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
৩২ কুর্দি সদস্যকে হত্যার দাবি তুরস্কের
৩২ কুর্দি সদস্যকে হত্যার দাবি তুরস্কের
পিকআপ চাপায় র‌্যাব সদস্যের মৃত্যুর ঘটনায় চালক গ্রেফতার
পিকআপ চাপায় র‌্যাব সদস্যের মৃত্যুর ঘটনায় চালক গ্রেফতার
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ