X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

পেসারদের নিয়ে যা বললেন ওয়ালশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৭, ২১:৪৬আপডেট : ২৫ জুলাই ২০১৭, ২১:৫৫

শিষ্যদের সঙ্গে কোর্টনি ওয়ালশ জাতীয় দলের ফিটনেস ক্যাম্প শুরু হয়েছে দিন পনেরো আগে। পাশাপাশি কয়েক দিন ধরে পেসারদের নিয়ে আলাদাভাবে কাজ করছেন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। কোথায় কোথায় শিষ্যদের ভুল-ত্রুটি হচ্ছে, তা খুঁজে বের করার চেষ্টা করছেন ক্যারিবীয় কিংবদন্তি। মঙ্গলবার এ বিষয়ে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘এই প্রথম আমি পেসারদের নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি। ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে এতদিন তাদের নিয়ে আলাদাভাবে কাজ করার সুযোগ হয়নি। এখন ভুলগুলো শুধরে পেসারদের নতুন কিছু শেখানোর চেষ্টা করছি।’

বাংলাদেশের পেসারদের ধারাবাহিকতার অভাব নতুন কিছু নয়। এর সবচেয়ে বড় উদাহরণ সম্ভবত মোস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবে হৈচৈ ফেলে দেওয়া ‘কাটার মাস্টার’ ইদানীং কেমন যেন নিষ্প্রভ। ওয়ালশও বিষয়টি নিয়ে চিন্তিত, ‘আমার মনে হয় পেসারদের মৌলিক বিষয়ে যথেষ্ট ঘাটতি আছে, তারা ধারাবাহিক নয়। তাদের যেভাবে ধারাবাহিকভাবে পারফর্ম করা প্রয়োজন, সেটা তারা করতে পারছে না। একটি বিষয় অবশ্য গুরুত্বপূর্ণ, বাংলাদেশের বেশিরভাগ পেসারের বয়স কম। তাই তাদের নিয়ে ভালোমতোই কাজ করতে পারছি।’

মাশরাফি-তাসকিন-মোস্তাফিজদের নিয়ে কাজ করে ‘অম্ল-মধুর’ অভিজ্ঞতা হচ্ছে ওয়ালশের। মাশরাফি প্রসঙ্গে তার মন্তব্য, ‘সে আমাদের দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। কন্ডিশন নিয়ে তার ধারণা সবার চেয়ে বেশি। তরুণরা তার কাছ থেকে অনেক কিছু শিখতে আগ্রহী।’

তাসকিনকে নিয়ে ওয়ালশের ব্যাখ্যা, ‘তাসকিনের সবচেয়ে বড় সমস্যা, সে নির্ধারিত জায়গায় বল ফেলতে পারছে না। আমরা তার কাছ থেকে ফাস্ট বোলিং আশা করছি, কারণ তার গতি অসাধারণ। তার গতি ব্যবহার করে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের  সমস্যায় ফেলা সম্ভব। অনুশীলনে সঠিক জায়গায় বল ফেলার ওপর সবচেয়ে গুরুত্ব দিচ্ছে তাসকিন।’

চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো করতে না পারলেও মোস্তাফিজকে নিয়ে আশাবাদী ৫১৯টি টেস্ট ও ২২৭টি ওয়ানডে উইকেটের মালিক ওয়ালশ। ‘দ্য ফিজ’কে স্বরূপে ফেরানোর চেষ্টায় ব্যস্ত সময় কাটছে ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলারের, ‘মোস্তাফিজ অনুশীলনে খুব ভালো করছে। তাকে উইকেটের কাছাকাছি লাইনে বোলিংয়ের অনুশীলন করানো হচ্ছে। তবে অন্য বিষয়গুলোও রপ্ত করতে হবে তাকে।’

তরুণ পেসার কামরুলকে নিয়েও ওয়ালশের কণ্ঠে আশাবাদের সুর, ‘কামরুলকে নিয়ে আরও অনেক কাজ করতে হবে। সে সব সময় ভালো করার জন্য মুখিয়ে থাকে। সবচেয়ে বড় কথা, সে সব কিছুই ধীরে ধীরে আয়ত্তে আনতে পারছে।’

/আরআই/এএআর/ 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত
একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস