X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ওয়াকারের বিরুদ্ধে কামরান আকমলের অভিযোগ

স্পোর্টস ডেস্ক
২৭ জুলাই ২০১৭, ১৬:০৪আপডেট : ২৭ জুলাই ২০১৭, ১৬:০৮

ওয়াকারের বিরুদ্ধে কামরান আকমলের অভিযোগ দীর্ঘদিন পর আইসিসির কোনও ওয়ানডে টুর্নামেন্টে শিরোপা জিতেছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকান কোচ মিকি আর্থারের হাত ধরে তারা হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির চ্যাম্পিয়ন। দেশের ক্রিকেটের মেঘ একটু একটু করে সরে যেতে শুরু করেছে। কামরান আকমলের মতে, ওয়াকার ইউনিসের হাতে থাকলে পাকিস্তানের ক্রিকেটের বিপর্যয় চলতেই থাকত। সাবেক পেসারের বিরুদ্ধে তার অভিযোগ, দেশের ক্রিকেটকে ডুবিয়েছেন তিনি।

২০১০-১১ ও ২০১৪-১৬ মেয়াদে পাকিস্তানের কোচ হিসেবে ওয়াকার ছিলেন একেবারে ব্যর্থ। সাবেক কোচের বিরুদ্ধে কামরান অভিযোগ করেছেন জিও সুপার চ্যানেলের কাছে, ‘ওয়াকার ছিলেন একজন ব্যর্থ কোচ। পাকিস্তানের ক্রিকেটে অনেক ক্ষতির কারণ তিনি। প্রবল উৎসাহ নিয়ে খেলোয়াড়দের উপর তিনি পরীক্ষা চালাতেন, এজন্য প্রতিষ্ঠিত খেলোয়াড়দের দলের বাইরে রাখতেন। এভাবে জাতীয় দলকে দুই থেকে তিন বছর পিছিয়ে দিয়েছেন তিনি।’

কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে ওয়াকারের ব্যক্তিগত ঝামেলা ছিল মনে করেন ৫৩ টেস্ট ও ১৫৭ ওয়ানডে খেলা আকমল, ‘আমি জানি না, কিন্তু কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে তার ঝামেলা ছিল। পাকিস্তান দলকে এগিয়ে নেওয়ার কোনও পরিকল্পনা ছিল না তার। এর অনন্য উদাহরণ ২০১৫ সালের বিশ্বকাপ। সেখানে তিনি ইউনিস খানকে ইনিংস উদ্বোধন করতে বলেছিলেন এবং ঝামেলা থাকায় সরফরাজ আহমেদকে টুর্নামেন্টের শেষদিকে খেলান।’

সিনিয়র খেলোয়াড়রা দলে জায়গা পাকা করতে পারেননি ওয়াকারের কারণে, এমন অভিযোগও করেছেন কামরান, ‘আমার মনে আছে এশিয়া কাপের এক ম্যাচে উমর আকমল সেঞ্চুরি করেছিল। পরের ম্যাচে তাকে শহীদ আফ্রিদি ও অন্যদের পরে ব্যাট করতে হলো। নিঃসন্দেহে ওয়াকার পাকিস্তানের একজন সেরা খেলোয়াড়, কিন্তু কোচ হিসেবে ছিলেন ব্যর্থ।’ আইসিসির তিন ফরম্যাটে র‌্যাংকিংয়ে পিছিয়ে পড়ার কারণ হিসেবে ওয়াকারের ম্যানেজমেন্ট দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন এ পাকিস্তানি তারকা। টাইমস অব ইন্ডিয়া

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
সর্বাধিক পঠিত
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ