X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের ব্যাটসম্যানদের হাতে সিরিজের ভাগ্য!

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
০৬ সেপ্টেম্বর ২০১৭, ২২:৪২আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ০০:০৭

তৃতীয় দিনের খেলা শেষে ফিরছেন বাংলাদেশের ক্রিকেটাররা বৃষ্টির চোখরাঙানি নিয়ে শুরু হয়েছিল চট্টগ্রাম টেস্ট। প্রথম দুই দিন নির্বিঘ্নে কাটলেও তৃতীয় দিনের প্রথম সেশন নষ্ট হয়েছে বৃষ্টিতে। আগামী দুই দিন চট্টগ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা। আর তা হলে ফল আসার সম্ভাবনাও কম। অবশ্য চট্টগ্রাম টেস্ট ড্র হলে বাংলাদেশের সমস্যা নেই। ঢাকায় প্রথম টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে ১-০তে  এগিয়ে আছে স্বাগতিকরা।

বৃষ্টিকে বাদ দিলে চট্টগ্রামে টেস্টের ভাগ্য নির্ধারণ করতে পারে শুধু বাংলাদেশই। এক কথায় বললে বাংলাদেশের ব্যাটসম্যানরা! ৯ উইকেটে ৩৭৭ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। হাতে এক উইকেট নিয়ে অতিথিদের লিড ৭২ রানের।

অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ১০০ রানের লিড পেলেই তাদের জন্য যথেষ্ট। বোঝাই যাচ্ছে, অস্ট্রেলিয়া চট্টগ্রাম টেস্ট জিততে কতটা মরিয়া। ক্রিকেটের সবচেয়ে সফল দলের অবশ্য উপায়ও নেই। তারা দাঁড়িয়ে আছে খাদের কিনারে।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশের প্রথম কাজ অস্ট্রেলিয়ার শেষ উইকেট তুলে নেওয়া। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামবে টাইগাররা। বাংলাদেশ কত রানের টার্গেট দিতে পারবে, তা বলা মুশকিল। তবে অন্তত ২৫০ রানের টার্গেট দিতে না পারলে জয় পাওয়া মুশকিল। পঞ্চম দিনে ব্যাটিং করা এমনিতেই কঠিন। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পিচের বর্তমান যা অবস্থা, তাতে পঞ্চম দিনে ব্যাটিং যে দুরূহ হয়ে উঠবে, তা বলে দেওয়াই যায়।

বাংলাদেশের ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি দুশ্চিন্তা বোধহয় নাথান লিওনকে নিয়ে। প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়া লিওন বুধবার শেষ বিকেলে উইকেটের টার্ন দেখে খুশিতে আত্মহারা হতেই পারেন! দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার অফস্পিনারের বিপক্ষে তামিম-মুশফিক-সাকিবরা কী কৌশল অবলম্বন করেন, সেটাই দেখার।

শুধু লিওন নয়, অতিথিদের দুই বাঁহাতি স্পিনার স্টিভ ও’কিফ আর অ্যাস্টন অ্যাগারকে নিয়েও থাকতে হবে পরিকল্পনা। প্রথম ইনিংসে উইকেট না পেলেও উপমহাদেশে কিন্তু ভালোই সাফল্য পেয়েছেন ও’কিফ। গত ফেব্রুয়ারি-মার্চে ভারত সফরে চার টেস্টে ১৯ উইকেট নিয়েছিলেন তিনি, এর মধ্যে পুনে টেস্টেই ছিল ১২ উইকেট।

বাংলাদেশের প্রথম ৫ ব্যাটসম্যানই বাঁহাতি। লিওন প্রথম ইনিংসে টপ অর্ডারের চার বাঁহাতি ব্যাটসম্যানকে দ্রুত ফিরিয়ে বাংলাদেশকে চেপে ধরেছিলেন। বৃহস্পতিবার দ্বিতীয় ইনিংসে ৫ বাঁহাতির মাঝখানে অন্তত একজন ডানহাতি ব্যাটসম্যান ঢুকিয়ে ভারসাম্য আনতে হবে। কারণ বাঁহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে অফস্পিনাররা সাফল্য পান সবসময়। টাইগারদের ব্যাটিং অর্ডার নির্ধারণের সময় বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে।

পুরো বাংলাদেশের মতো মোস্তাফিজুর রহমানও তাকিয়ে ব্যাটসম্যানদের দিকে। তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমাদের আরেকটি উইকেট নিতে হবে। এরপর ব্যাটসম্যানরা অস্ট্রেলিয়াকে বড় লক্ষ্য দিতে পারলে ম্যাচটা জেতা অসম্ভব নয় আমাদের জন্য।’ 

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট