X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বিপিএলে খেলবেন সালমান বাট-আসিফ?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৭, ২১:০৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ২১:২৯

সালমান বাট ও মোহাম্মদ আসিফ ২০১০ সালের লর্ডস টেস্টের ফিক্সিংয়ের শাস্তি ভোগ করে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন তারা অনেক আগেই। আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য ফেরা হয়নি সালমান বাট ও মোহাম্মদ আসিফের। আদৌ ফিরতে পারবেন কিনা, সেটা নিয়ে আছে যথেষ্ট সংশয়। ঘরোয়া ক্রিকেটই তাই এখন তাদের একমাত্র অবলম্বন। যদিও পাকিস্তানের টি-টোয়েন্টি টুর্নামেন্ট পিএসএলের এবারের আসরে খেলার সুযোগ হয়নি বাট-আসিফের। সেই তারাই কিনা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফটের তালিকায়! হ্যাঁ, ২০৮ জন বিদেশি খেলোয়াড়ের যে তালিকা প্রকাশ করেছে বিপিএল কর্তৃপক্ষ, সেখানে আছেন বাট ও আসিফ।

সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ তো হয়েছিলেনই, জেলও খাটতে হয়েছিল বাট ও আসিফকে। লর্ডস টেস্টে ইচ্ছাকৃত ‘নো’ বলের অভিযোগ প্রমাণিত হওয়ায় এই দুই পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে শাস্তি পেয়েছিলেন মোহাম্মদ আমিরও। এই পেসার তার শাস্তির মেয়াদ শেষে ঘরোয়া ক্রিকেটে ফেরার পর আন্তর্জাতিক ক্রিকেটেও শুরু করেছেন নতুন অধ্যায়। এমনকি গত বিপিএলও মাতিয়ে গেছেন আমির বল হাতে। তার পথ ধরে বাট-আসিফও এবারের আসরে থাকেন কিনা, সেটাই দেখার শনিবারের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠানে।

বিপিএলের বিদেশি খেলোয়াড়দের তালিকায় থাকা বাট ও আসিফ দুজনই আছেন ‘সি’ ক্যাটাগরিতে। যে ক্যাটাগরির ভিত্তি মূল্য ৪০ হাজার ডলার।

লর্ডস টেস্টের স্পট ফিক্সিংয়ে শুরুতে ১০ বছর নিষিদ্ধ হয়েছিলেন সালমান বাট, পরে সেটা কমে হয় পাঁচ বছর। এ তো ছিল মাঠের শাস্তি, বাইরেরটা ছিল আরও ভয়ঙ্কর! ক্রিকেটের গায়ে কলঙ্কের কালি লাগানোয় পাকিস্তানের সাবেক এই অধিনায়কের জেল হয় ৩০ মাসের। ব্রিটেনে জেল খাটা শেষে মুক্তি পান ২০১২ সালের ২১ জুন। আর নিষেধাজ্ঞা শেষে ঘরোয়া ক্রিকেটে ফেরেন ২০১৫ সালে।

আসিফের জেল হয়েছিল এক বছরের। সেই সঙ্গে নিষিদ্ধ হয়েছিলেন সাত বছরের জন্য। অবশ্য দুই বছরের শাস্তি কমেছিল এই শর্তে- আইসিসিকে সহায়তা করতে হবে এবং আর কোনও অপরাধ করা যাবে না এই সময়ের মধ্যে। শাস্তির মেয়াদ শেষে আইসিসি আসিফকে অনুমতি দেয় ঘরোয়া ক্রিকেটে খেলার। ২০১৬-১৭ মৌসুমের কায়েদ-ই-আজম ট্রফিতে খেলেছেন এই পেসার।

অবশ্য বাট কিংবা আসিফ- কারোরই খেলার সুযোগ হয়নি পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট পিএসএলে। ‘দেশের ক্রিকেটে’ উপেক্ষিত সেই দুই ‘ম্যাচ ফিক্সার’ আছেন ২০১৭ সালের বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিয়াবাড়ি লেকে পানিতে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু
দিয়াবাড়ি লেকে পানিতে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু
সুন্দরবনে লাগা আগুন কত বড়?
সুন্দরবনে লাগা আগুন কত বড়?
সুন্দরবনে লাগা আগুন কত বড়?
সুন্দরবনে লাগা আগুন কত বড়?
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ হলো এআই মুখপাত্র
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ হলো এআই মুখপাত্র
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ