X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

জয়ের হাতছানি রাজশাহীর সামনে

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪৮আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪৮

আগের দিনের সেঞ্চুরিকে দেড়শ’র উপরে নিলেন এনামুল জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে টায়ার-২ এর দুটি ম্যাচই মীমাংসার অপেক্ষায়। কম স্কোরের ম্যাচে সিলেটের বিপক্ষে জয়ের হাতছানি নিয়ে তৃতীয় দিন শেষ করেছে রাজশাহী বিভাগ। শেষদিন ৮ উইকেট হাতে রেখে তাদের দরকার আরও ১২৬ রান। অন্যদিকে চট্টগ্রামের সামনে রানের পাহাড় গড়েছে ঢাকা মেট্রো। চট্টগ্রামকে ৩৮৪ রানের টার্গেট দিয়েছে মেট্রো।

এদিকে টায়ার-১ এর দুটি ম্যাচই নিশ্চিত ড্রয়ের পথে এগোচ্ছে। প্রথম ইনিংসে রংপুরের ৪৭১ রানের জবাবে এনামুল হক ও রবিউল ইসলাম রবির সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩৪২ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে খুলনা। কক্সবাজারে বৃষ্টির কারণে প্রথম দিনের মতো তৃতীয় দিনও বল মাঠে গড়ায়নি। তিনদিনে কেবল খেলা হয়েছে দ্বিতীয় দিন, বরিশালের বিপক্ষে ঢাকা প্রথম ইনিংসে ২ উইকেটে ৩০৯ রানে দিন শেষ করেছিল।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৯০ রানে রবিবারের খেলা শুরু করেছিল সিলেট। বাকি উইকেট তারা হারায় ৭২ রানের ব্যবধানে। রাজশাহীর ফরহাদ রেজা ও সাকলাইন সজীব তিনটি করে উইকেট নিয়ে ১৬২ রানে অলআউট করেন সিলেটকে। জয়ের জন্য রাজশাহীর টার্গেট দাঁড়ায় ২১২ রানের, এরই মধ্যে ২ উইকেটে ৮৬ রান করে ফেলেছে তারা। প্রথম ইনিংসে সিলেটের ১২৮ রানের জবাবে ৭৯ রানে অলআউট হয়েছিল রাজশাহী। তাদের দরকার এখন ১২৬ রান। জুনায়েদ সিদ্দিক ২৮ রানে খেলছেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৪৪ রান করেছিল ঢাকা মেট্রো। এরপর প্রতিপক্ষকে ১৩০ রানে তারা গুটিয়ে দেয়। দ্বিতীয় ইনিংস খেলতে নেমে আসিফ আহমেদ (৫৭) ও মার্শাল আইয়ুবের (৭৪*) হাফসেঞ্চুরিতে চট্টগ্রামকে বড় লক্ষ্য দিয়েছে মেট্রো। ৬ উইকেটে ১৬৯ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে তারা, লিড পায় ৩৮৩ রানের। লক্ষ্যে নেমে তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে মাত্র ৩.৪ ওভার খেলেছে চট্টগ্রাম, বিনা উইকেটে করেছে ১১ রান। জিততে হলে এখনও তাদের করতে হবে ৩৭৩ রান।

রংপুরের বিশাল স্কোরের জবাবে টায়ার-১ এ ২৫১ রানের বিশাল জুটি গড়েন খুলনার এনামুল ও রবি। আগের দিন উদ্বোধনী জুটিতে তারা ১৮৫ রানে শেষ করেছিল। ২২০ বলে ৭ চার ও ১ ছয়ে ১০০ রানে আউট হন রবি। ২৮২ বলে ১৩ চার ও ২ ছয়ে ১৭২ রানে অপরাজিত আছেন এনামুল।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাঁটাই ও পলিশ বন্ধ হলে কম দামে চাল কিনতে পারবে মানুষ: খাদ্যমন্ত্রী
ছাঁটাই ও পলিশ বন্ধ হলে কম দামে চাল কিনতে পারবে মানুষ: খাদ্যমন্ত্রী
উচ্চশিক্ষা খাতকে ডিজিটালাইজেশনে আনার পরামর্শ ইউজিসির
উচ্চশিক্ষা খাতকে ডিজিটালাইজেশনে আনার পরামর্শ ইউজিসির
বিটুমিন গলে যাওয়া মহাসড়ক পরিদর্শনে দুদক
বিটুমিন গলে যাওয়া মহাসড়ক পরিদর্শনে দুদক
মিয়ানমারের ৩৮ শরণার্থীকে ফেরত পাঠালো ভারত
মিয়ানমারের ৩৮ শরণার্থীকে ফেরত পাঠালো ভারত
সর্বাধিক পঠিত
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে