X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সাকিবের ওপর প্রত্যাশার চাপ নয়: মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৭, ২৩:০১আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ২৩:০৭

সাকিবের ওপর প্রত্যাশার চাপ নয়: মাশরাফি চ্যাম্পিয়নস ট্রফির পর প্রথম ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের আগে সুখের কোনও অভিজ্ঞতা হয়নি তাদের। টেস্ট সিরিহে হোয়াইটওয়াশ হয়েছে বিশাল ব্যবধানে। তবে ওয়ানডেতে দলে স্বস্তি ফিরেছে সাকিব আল হাসান যোগ দেওয়ায়। কিন্তু মাশরাফি মনে করেন, সাকিবকে প্রত্যাশার চাপে ফেলা উচিত হবে না। সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেই সফলতা সম্ভব।

শুধুমাত্র সাকিবের উপর ভরসা করে থাকা অনুচিত মনে করছেন মাশরাফি। দলগতভাবে খেলতে বলছেন তিনি, ‘আমরা সবাই বাংলাদেশের জন্য খেলছি। এখানে কারও ওপর ভরসা করে থাকা ঠিক না মনে করি আমি। সবাই আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে। সাকিবের জায়গায় সাকিবের ওপর অনেক বেশি চাপ আছে। ওর কাছে যদি প্রত্যাশার কথা চিন্তা করেন, তাহলে ওর কাছে সবার প্রত্যাশা অন্যরকম। ওকে প্রতিদিন এই চাপ নিয়ে মাঠে নামতে হয়।’

সাকিবের ওপর নির্ভরতার কথা যদি কেউ ভেবে থাকে, তাহলে সেখান থেকে তাকে বেরিয়ে আসতে হবে বলছেন মাশরাফি। ওয়ানডের এই অধিনায়ক বলেছেন, ‘অন্য সতীর্থরা সাকিবের দিকে তাকিয়ে থাকে, বিষয়টা তার জন্য কঠিন হবে। আমি মনে করি, সবাই সবার কাজটার মনোযোগ দিয়ে করে যাক। কে ছিল, কে এসেছে এসব নিয়ে না ভেবে দল হিসেবে ভালো খেলার দিকে মনোযোগ দেওয়া উচিত।’

এতদিনের সফলতাগুলো দলের সবার পারফরম্যান্সের মাধ্যমেই এসেছে, এটা মনে করিয়ে দিলেন মাশরাফি, ‘আমাদের যত গুলো জয় আছে, সেগুলো দল হিসেবে ভালো খেলেই। অবশ্যই সিনিয়রদের দায়িত্ব বেশি আছে, এটা মানি। কিন্তু যতগুলো জয় আছে, জুনিয়রদেরও অবদানও কম নয়। সাকিব-তামিম-মুশফিক ভাই ভালো করবে, আমরাও সহায়তা করবো তাহলে কাজটা সহজ হবে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত