X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ইমামের সেঞ্চুরিতে ওয়ানডে সিরিজ পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০১৭, ০১:১৪আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ০১:৩৪

অভিষেকেই সেঞ্চুরি পেয়েছেন ইমাম-উল-হক আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন ইমাম-উল-হক। নেমেই নিজের জাত চেনালেন এই ব্যাটসম্যান। অভিষেকেই সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ওপেনার। তার ১০০ রানের ওপর দাঁড়িয়ে পাকিস্তান পেয়েছে সহজ জয়। আবুধাবির তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে সিরিজও নিশ্চিত করে ফেলেছে তারা দুই ম্যাচ হাতে রেখে। সফরকারীরা ৪৮.২ ওভারে ২০৮ রানে অলআউট হওয়ার পর ৩ উইকেট হারিয়ে ৪৫ বল আগেই জয় নিশ্চিত করে পাকিস্তান।

২১ বছর বয়সে জাতীয় দলে সুযোগ পাওয়া ইমাম নিজের সামর্থ্যের জানান দিলেন অভিষেক ম্যাচেই। ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে পেয়ে যায় ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। থিসারা পেরেরার বলে উইকেটরক্ষক নিরোশান ডিকবিলার গ্ল্যাভসে ধরা যখন পড়েন, ততক্ষণে সেঞ্চুরি পূরণ করে ফেলেছেন এই ওপেনার। ঠিক ১০০ রান করে আউট হয়েছেন তিনি। পাকিস্তানের জয়টাও প্রায় নিশ্চিত করে দিয়ে যান তিনি। যার আনুষ্ঠানিকতা শেষ করেছেন মোহাম্মদ হাফিজ (৩৪*)। এছাড়া ফখর জামান করেছেন ২৯ রান, আর বাবর আজমের ব্যাট থেকে আসে ৩০ রান।

এর আগে হাসান আলীর বোলিং তাণ্ডবে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা মোটেও সুবিধা করতে পারেননি। টস জিতে ব্যাটিংয়ের নেমে শুরুটা খুব একটা খারাপ না হলেও পাকিস্তানি বোলারদের সামনে দিতে হয়েছে কঠিন পরীক্ষা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে লঙ্কানরা। নিরোশান ডিকবিলাকে (১৮) দিয়ে উইকেট উৎসব শুরু করা হাসানের শিকার সফরকারীদের পাঁচ ব্যাটসম্যান। একে একে এই পেসার ফিরিয়েছেন চামারা কাপুগেদরা (১৮), জেফরি ভ্যান্ডাসে (০), আকিলা ধনাঞ্জয়া (১) ও দুষ্মান্থ চামিরাকে (১০)।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক উপুল থারঙ্গা। এই ওপেনার শাদাব খানের শিকার হওয়ার আগে নামের পাশে যোগ করেন ৬১ রান। ব্যাটিং বিপর্যয়ে পড়া শ্রীলঙ্কার রান অতদূর যাওয়ার পেছনে অবদান রেখেছেন থিসারা পেরেরা (৩৮)। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?