X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ল্যাথাম-টেলরের ব্যাটে ভারতকে হারালো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২২ অক্টোবর ২০১৭, ২২:৪৪আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ২২:৫০

টেলর ও ল্যাথামের অনবদ্য এক জুটি জয়ের ভিত গড়ে দেয় নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হার দিয়ে শুরু হলো ভারতের। মুম্বাইয়ে তাদের ৬ উইকেটে হারালো নিউজিল্যান্ড। বিরাট কোহলির সেঞ্চুরি বৃথা গেলো টম ল্যাথাম ও রস টেলরের দুর্দান্ত জুটিতে। ভারত ৮ উইকেটে ২৮০ রান করে। জবাবে ৪৯ ওভারে ৪ উইকেটে ২৮৪ রান করে সফরকারীরা। রবিবারের এ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে থাকলো নিউজিল্যান্ড।

মাত্র ২৯ রানে দুই ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মাকে টানা দুই ওভারে ফেরান ট্রেন্ট বোল্ট। শুরুর এমন ধাক্কার আঁচ বেশি লাগেনি ভারতের ব্যাটিংয়ে। কারণ বিরাট কোহলির দারুণ ব্যাটিং।

একা হাতে ভারতকে এগিয়ে নিয়েছেন কোহলি। স্বাগতিকদের ব্যাটিংয়ে সব আলো কেড়েছেন তিনি। অন্য ব্যাটসম্যানরা কেবল মাঝারিমানের কয়েকটি জুটি গড়তে তাকে সঙ্গ দিয়েছেন। অধিনায়কের সঙ্গে দিনেশ কার্তিকের (৩৭) জুটিটাই সর্বোচ্চ, তারা দুজন মিলে যোগ করেন ৭৩ রান। ৫৭ রানের দ্বিতীয় সেরা জুটিতে কোহলির সঙ্গে ছিলেন মহেন্দ্র সিং ধোনি (২৫)।

৩১তম সেঞ্চুরি করলেন কোহলি এক কথায়, অন্য প্রান্তের ব্যাটসম্যানরা বড় কোনও ইনিংস খেলতে পারেননি। ইনিংস শেষ হওয়ার চার বল বাকি থাকতে কোহলি আউট হন টিম সাউদির বলে। ৩১তম সেঞ্চুরি হাঁকানো ভারতীয় অধিনায়ক ১২৫ বলে ৯ চার ও ২ ছয়ে করেন ১২১ রান।

বোল্ট ১০ ওভারে ৩৫ রান দিয়ে নেন ৪ উইকেট। সাউদি পেয়েছেন ৩ উইকেট, তবে সবচেয়ে বেশি খরুচে বোলার ছিলেন তিনি। ১০ ওভারে দিয়েছেন ৭৩ রান।

নিউজিল্যান্ডকে ২৮১ রানের টার্গেট দিয়ে ৮০ রানের মধ্যে ৩ উইকেট তুলে নেয় ভারত। কলিন মুনরো (২৮), কেন উইলিয়ামসন (৬) ও মার্টিন গাপটিলের (৩২) গুরুত্বপূর্ণ উইকটেগুলো পায় স্বাগতিকরা। কিন্তু ভারতীয় বোলারদের এই ধার আর থাকেনি।

চতুর্থ উইকেটে ২০০ রানের দুর্দান্ত এক জুটিতে জয়ের পথ তৈরি করে নেয় কিউইরা, যার কারিগর ছিলেন টম ল্যাথাম ও রস টেলর। অবশ্য জয় থেকে মাত্র ৪ রান দূরে থাকতে আউট হন টেলর। সেঞ্চুরির আক্ষেপও থেকে যায় তার, ১০০ বলে ৮ চারে ৯৫ রান করেন তিনি।

এশিয়ায় প্রথম সেঞ্চুরি উদযাপন করলেন ল্যাথাম তবে টেলরের মতো হতাশায় পুড়তে হয়নি ল্যাথামকে। এ উইকেটরক্ষক ব্যাটসম্যান ৯৫ বলে ৮ চার ও ২ ছয়ে পান ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। ১০২ বলে ১০৩ রানের জয়সূচক ইনিংস খেলে অপরাজিত ছিলেন ল্যাথাম। ৬ বল বাকি রেখে সিরিজে এগিয়ে যাওয়া নিশ্চিত করে সফরকারীরা।

আগামী ২৫ অক্টোবর পুনেতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।   

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
ঘনঘন শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাচ্ছে? জেনে নিন সমাধান
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড