X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ভারতের টি-টোয়েন্টি দলে নতুন দুই মুখ

স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০১৭, ১৯:০৭আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১৯:০৯

প্রথমবার জাতীয় দলে শ্রেয়াস আইয়ার নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। তিন ম্যাচের তিন টি-টোয়েন্টিতে জাতীয় দলে ডাক পেয়েছেন নতুন দুই মুখ। মুম্বাই ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ারের সঙ্গে হায়দরাবাদের পেসার মোহাম্মদ সিরাজ প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন ভারতীয় দলে। দলে রাখা হয়েছে আশিষ নেহরাকেও, যদিও এই পেসারকে বিবেচনা করা হয়েছে শুধুমাত্র প্রথম টি-টোয়েন্টির জন্য।

১ নভেম্বর দিল্লিতে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের জন্য ভারতীয় নির্বাচকরা বিবেচনা করেছেন শ্রেয়াস ও সিরাজকে। গত কয়েক মাস ধরে ভারতের ‘এ’ দলের হয়ে ধারাবাহিক পারফরম করে যাচ্ছেন শ্রেয়াস। দক্ষিণ আফ্রিকা ‘এ’ ও আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ৫ ম্যাচে ২১৩ রান করা শ্রেয়াস ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ১৩১ বলে খেলেছিলেন হার না মানা ১৪০ রানের ইনিংস, যাতে ভারতীয় ‘এ’ দল সহজেই নিশ্চিত করেছিল শিরোপা।

২৩ বছর বয়সী সিরাজ ২০১৬-১৭ মৌসুমের রঞ্জি ট্রফি শেষ করেছিলেন তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে। তার ৪১ উইকেট রঞ্জি ট্রফিতে হায়দারবাদকে তুলেছিল নকআউট পর্বে। ঘরোয়া লিগের এই পারফরম্যান্সে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলগুলোর নজর কেড়েছিলেন তিনি। শেষ পর্যন্ত ২.৬ কোটি রুপিতে যোগ দেন সানরাইজার্স হায়দরাবাদে। এবার জাতীয় দলেও সুযোগ হয়ে গেল তার।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া নেহরাকে বিদায় জানাতে দিল্লির প্রথম টি-টোয়েন্টিতে দলে রেখেছে ভারতীয় নির্বাচকরা। ক্রিকইনফো

ভারতের টি-টোয়েন্টি দল:

রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), মনিশ পান্ডে, দিনেশ কার্তিক, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, জুজভেন্দ্র চাহাল, জসপ্রিৎ বোমরাহ, ভুবনেশ্বর কুমার, আশিষ নেহরা*, মোহাম্মদ সিরাজ।

* আশিষ নেহরা শুধু প্রথম টি-টোয়েন্টির জন্য।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ.লীগের
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ.লীগের
শিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
ফিরছে সুপার কাপশিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক