X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

এ ব্যর্থতার জবাব নেই হাবিবুল বাশারের কাছেও

রবিউল ইসলাম
৩০ অক্টোবর ২০১৭, ১৫:৫০আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১৫:৫০

হাবিবুল বাশার সুমন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ফরম্যাটের প্রতিটি ম্যাচই বাজেভাবে হেরেছে বাংলাদেশ। অথচ গত কয়েক বছর ধরেই দেশে ও বিদেশে ভালো ক্রিকেট খেলেছে তারা। নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ভারতে গিয়ে বেশকিছু ম্যাচ হারলেও সেখানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলেছে। কিন্তু সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজে সেই বাংলাদেশকে বিন্দুমাত্র খুঁজে পাওয়া যায়নি।

বাংলাদেশের অন্য সবার মতো এই ব্যর্থতার উত্তর খুঁজে পাচ্ছেন না সাবেক ক্রিকেটার ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশারও। সফর শেষ হওয়ার পর দিন মিরপুর একাডেমিতে এক আলাপচারিতায় তিনি বলেছেন, ‘এই প্রশ্নটা আমার নিজের কাছেও। আমি নিজেও খুঁজছি এতটা খারাপ কেন করলো বাংলাদেশ? আমি নিশ্চিত আপনারা সবাই মানবেন, এটা বাংলাদেশের ক্রিকেট না। আমাদের কিন্তু এর চেয়েও ভালো খেলার সামর্থ্য আছে। চ্যাম্পিয়নস ট্রফি এর চেয়েও কঠিন টুর্নামেন্ট। ওখানে কন্ডিশন অনেক আলাদা ছিল। তাপরও সেখানে আমরা ভালো ক্রিকেট খেলেছি। ওই হিসেবে দক্ষিণ আফ্রিকায় পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে গেছে। তারপরও আমরা ভালো করতে পারিনি। কারণটা আসলে আমার কাছে পরিষ্কার নয়।’

যদিও হাবিবুল বাশার এই ব্যর্থতার জন্য নানাজনের দোষ ধরার পক্ষে নয়, ‘খারাপ করলে একজন আরেকজনের দোষ খোঁজার মতো কাজ এখন আমাদের করা উচিত হবে না। এটা আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে না। সামনে বিপিএল ও শ্রীলঙ্কা সিরিজ আছে। এখন আমাদের উচিত দক্ষিণ আফ্রিকা সফরের ভুলগুলো খুঁজে বের করা। অবশ্যই টিম ম্যানেজমেন্ট বসে কারণগুলো খুঁজে বের করবেন।’

বাংলাদেশের ব্যর্থতার চিত্র তুলে ধরতে গিয়ে সাবেক এই অধিনায়ক বলেছেন, ‘টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার ভালো করেনি। বোলাররাও ভালো করতে পারেনি। আমরা কোনও বিভাগেই ভালো করতে পারিনি। তো শেষ কথা এই যে, এটা আমাদের ক্রিকেট নয়। এর চাইতেও ভালো খেলার সামর্থ্য আমাদের আছে এবং আগে আরও ভালো খেলেছি। একটা সিরিজ দিয়ে বলতে পারবো না যে, সামনে আর পারবো না বা খারাপ দল হয়ে গেছে।’

সাকিব আল হাসানের মতে, টেস্ট ও ওয়ানডে হারের প্রভাব টি টোয়েন্টিতে পড়েছে। বাশার অবশ্য এভাবে বিষয়টিকে দেখছেন না। তবে ম্যাচ হারতে হারতে আত্মবিশ্বাসে কিছুটা হলেও ঘাটতি দেখা গেছে, ‘একটা দল যখন ভালো করবে না, তখন আত্মবিশ্বাস নেমে যায়। খুব স্বাভাবিক একটা ব্যাপার। আমার মনে হয় সেটাই হয়েছে। পুরো সিরিজে আমরা ভালো করতে পারিনি। সেটার প্রভাব পড়া খুবই স্বাভাবিক। টি-টোয়েন্টি আমাদের জন্য আরও কঠিন। ওয়ানেডেতে সুযোগ থাকলেও কাজে লাগাতে পারিনি। তবে প্রথম টি-টোয়েন্টিতে আমরা খারাপ করিনি। কিন্তু দ্বিতীয়টিতে মিলার (ডেভিড) যে ব্যাটিং করেছে, সেখানে আমাদের কিছুই করার ছিল না। তার আগে পর্যন্ত কিন্ত আমরা খারাপ করিনি। মিলার আমাদের হাত থেকে খেলাটা বের করে নিয়ে গেছে।’

এবারই প্রথম বাংলাদেশ তিন অধিনায়ক নিয়ে কোনও সিরিজ খেললো। বাংলাদেশের ক্রিকেটে ‘তিন অধিনায়ক তত্ত্ব’ কতটুকু যুক্তিসংগত! এই কারণে ব্যর্থ হয়নি তো বাংলাদেশ! এমন প্রশ্নে নির্বাচক কমিটির এ সদস্য বলেছেন, ‘না, তেমন নয়। অধিনায়কত্ব কিন্তু একজন অধিনায়কের জীবন থেকে অনেক কিছু কেড়ে নেয়। একজন অধিনায়ক যদি টেস্ট, আরেকজন যদি ওয়ানডের নেতৃত্বে থাকে তাহলে সেটা স্বস্তির। তাহলে ক্যারিয়ার লম্বা হতে পারে। আর একজন অধিনায়ক যদি তিন ফরম্যাটেই করে, তাহলে তার ক্যারিয়ার ছোট হয়ে যায়। নিজের খেলা নিয়ে ভাবনার সময়টা কমে যায়। চাপ অনেক বেশি থাকে। আমার মনে হয়, তিন অধিনায়কত্ব তত্ত্ব যুক্তিসংগত।’

হাবিবুল বাশারের বিশ্বাস, অদূর ভবিষ্যতে বিপিএলের মাধ্যমে বাংলাদেশ ২০ ওভারের ক্রিকেটে ভালো দল হয়ে উঠবে। এ ব্যাপারে খুলনা টাইটানসের এ পরামর্শক জানালেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে আমরা পিছিয়ে আছি। আমরা টেস্ট ও ওয়ানডে খারাপ খেলছি না। যদিও সর্বশেষ সিরিজ ভালো যায়নি। ওয়ানডে ম্যাচে আমরা জানি কী করতে হবে। কিন্তু টি-টোয়েন্টি যেহেতু আমরা খেলি না এবং সাকিব ছাড়া তো আর কারও সুযোগ হয় না বিভিন্ন টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো খেলার। আমরা শুধু বিপিএলই খেলি। এটা হচ্ছে বিশ্বমানের টুর্নামেন্ট। বাইরের ভালো ভালো সব খেলোয়াড়রা এখানে খেলতে আসে। তাদের সঙ্গে খেলার সুযোগ পাওয়া ও অভিজ্ঞতা ভাগাভাগি করা আমাদের অনেক কাজে লাগবে। বিপিএল আমরা যদি নিয়মিত খেলতে পারি, তাহলে এখন না হলেও আগামী দুই এক বছরের মধ্যে আমাদের আসল টি-টোয়েন্টি দল খুঁজে পাব।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার তালিকায় সৈকত
টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার তালিকায় সৈকত
গাজায় পানিশূন্যতায় ভুগছেন দেড় লক্ষাধিক অন্তঃসত্ত্বা নারী
গাজায় পানিশূন্যতায় ভুগছেন দেড় লক্ষাধিক অন্তঃসত্ত্বা নারী
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ