X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বিসিএলের আদলে টি-টোয়েন্টি টুর্নামেন্ট!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৭, ২০:৫২আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ২০:৫২

বিসিএলের আদলে টি-টোয়েন্টি টুর্নামেন্ট! স্থানীয় ক্রিকেটারদের খেলার সুযোগ করে দিতে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের চিন্তা-ভাবনা করছে বিপিএল গভর্নিং কাউন্সিল। টুর্নামেন্টটি হতে পারে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আদলে। বড় দৈর্ঘ্যের বিসিএল ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক হলেও এই টুর্নামেন্ট তেমন হবে না। জাতীয় দলের খেলা না থাকার সময় হতে পারে টুর্নামেন্টটি।  

শুক্রবার সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি বলেছেন, ‘স্থানীয় ক্রিকেটারদের পারফরম্যান্সের উন্নতির জন্য বিপিএল গভর্নিং কাউন্সিলের অধীনে আরেকটি টুর্নামেন্টের আয়োজন করা হবে, আর এই টুর্নামেন্টে শুধু স্থানীয় ক্রিকেটাররাই অংশ নেবে। টুর্নামেন্টটা আমরা চার কিংবা পাঁচটা দলের মধ্যে সীমাবদ্ধ রাখবো, তবে তা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক হবে না। দলগুলোর নাম বিসিএলের মতো সাউথ, ইস্ট, নর্থ, সেন্ট্রাল জোন হতে পারে।’

এবারের বিপিএলে প্রতিটি দল পাঁচজন বিদেশিকে খেলাতে পারছে, তাই স্থানীয় খেলোয়াড়দের সুযোগ কমে গেছে আগের চেয়ে। বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব জানিয়েছেন, ‘এই টুর্নামেন্টে অংশ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের মেজাজের সঙ্গে পরিচিত হতে পারবে স্থানীয় ক্রিকেটাররা। বোর্ড সভাপতি এ বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন। বিপিএল শুরু হওয়ার আগেই আমরা টুর্নামেন্টটা আয়োজন করতে চাই। জাতীয় দলের ক্রিকেটাররা যেন খেলতে পারে, সে অনুযায়ী সূচি করা হবে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
কেমন চলছে ১৪ দলীয় জোট?
কেমন চলছে ১৪ দলীয় জোট?
গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন
গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম