X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

গেইল ঝড়ের পর সাকিবের স্পিন জাদু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০১৭, ১৯:৫০আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১৯:৫৫

সাকিব পেয়েছেন ৫ উইকেট আগের ম্যাচে হাফসেঞ্চুরি করলেও ইনিংসটা ঠিক গেইল-সুলভ ছিল না। ৩৯ বলে করেছিলেন ৫০ রান। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে শুরুটা ধীরগতির হলেও পাওয়া গেল ‘আসল’ গেইলকে। ঝোড়ো ব্যাটিংয়ে ক্যারিবিয়ান ব্যাটসম্যান পেলেন টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি। গেইল-ঝড়ের পরও রংপুর রাইডার্সের স্কোর বেশিদূর যায়নি সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে। শেষ ওভারে এই স্পিনার ৫ বলে তুলে নেন ৩ উইকেট, সঙ্গে আছে একটি রান আউটও। যাতে ১৯.৫ ওভারে অলআউট হওয়া রংপুর স্কোরে জমা করতে পারে ১৪২ রান।

৭ রানেই আউট হয়ে যেতে পারতেন গেইল। সুনিল নারিনের বল ব্যাটের কানায় লেগে বাতাসে ভাসতে ভাসতে যায় শর্ট থার্ডম্যানে থাকা আবু হায়দার রনির কাছে। যদিও সহজ ক্যাচটা বের হয়ে যায় তার হাত ফসকে। দ্বিতীয় ‘জীবন’ পেয়ে গেইল হয়ে ওঠেন ভয়ঙ্কর। শেষ পর্যন্ত ওই আবু হায়দারের হাতে ধরা পড়ার আগে গেইল খেলে যান ২৮ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস। ৫ বাউন্ডারি ও ৪ ছক্কায় বাঁহাতি ব্যাটসম্যান পান টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি।

গেইলের ইনিংস বাদ দিলে রংপুরের আর কোনও ব্যাটসম্যানই পারেননি সুবিধা করতে। সাকিব ৫ উইকেট তুলে নিলে ১ বল আগেই অলআউট হয়ে যায় মাশরাফিরা। ইনিংসের শেষ ওভারে উইকেট উৎসবে মাতা সাকিবের প্রথম বলে রান আউট হয়ে ফেরেন রবি বোপারা (১২)। পরের বলে এই অলরাউন্ডার ফেরান জিয়াউর রহমানকে (৪)। তৃতীয় বলে ১ রান দেওয়ার পর চতুর্থ ও পঞ্চম বলে পান সোহাগ গাজী (০) ও রুবেল হোসেনের (০) উইকেট। এর আগে মোহাম্মদ মিথুন (২২) ও শাহরিয়ার নাফীসের (৯) ফিরিয়ে সবমিলিয়ে ৩.৫ ওভারে মাত্র ১৬ রান খরচায় সাকিবের শিকার ৫ উইকেট।

সাকিবের আগে ঢাকার উইকেট উৎসবের শুরুটা করেছিলেন শহীদ আফ্রিদি। ব্রেন্ডন ম্যাককালামকে বোল্ড করে ফেরান ৬ রানে। এই অলরাউন্ডারের দ্বিতীয় শিকার মাশরাফি (১৫)।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা