X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

২১ ডিসেম্বর তামিমের শুনানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৭, ২২:৪৭আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ২২:৫৪

২১ ডিসেম্বর তামিমের শুনানি রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ‘লো স্কোরিং’ম্যাচের পর মিরপুরের উইকেট নিয়ে ক্ষোভ প্রকাশ করে তোপের মুখে পড়েছেন তামিম ইকবাল। কয়েকদিন আগে তাকে দেওয়া হয়েছে কারণ দর্শানো নোটিশ। শুধু তাই নয়, আগামী ২১ ডিসেম্বর তামিমের কাছ থেকে ঘটনার বিবরণ শুনবে ডিসিপ্লিনারি কমিটি। যদিও শুনানিতে কুমিল্লার অধিনায়ক থাকতে পারবেন কিনা, সন্দেহ রয়েই গেছে! কেন না বিপিএল শেষ হওয়ার পর টি১০ লিগে খেলতে আরব আমিরাতে যাওয়ার কথা তার।

তামিমকে শুনানিতে ডাকার কথা নিশ্চিত করেছেন ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান, ‘তামিমকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে বোর্ড থেকে, পরিচালনা কমিটি থেকে নয়। চুক্তিতে থাকা খেলোয়াড়দের মিডিয়ায় কথা বলতে হলে বোর্ডের অনুমতি নিতে হয়! তামিম কী বলেছে, তা আমি পুরোপুরি জানি না। তাই ২১ ডিসেম্বর তাকে শুনানিতে ডেকেছি। সেখান আলাপ আলোচনার করে এই ব্যাপারে বিস্তারিত জানানো সম্ভব হবে।’

তবে কি ক্রিকেটারর মিডিয়ার সঙ্গে কোনও কথাই বলতে পারবেন না! এমন প্রশ্ন উঠলে আকরামের কৌশলী জবাব, ‘অবশ্যই বলতে পারবে। ব্যাপার হচ্ছে, কথাগুলো কীভাবে বলা হচ্ছে। অনেক সময় বলার ধরনটা খারাপ হতে পারে। বিষয়টি কী, সেটা জানার জন্যই বোর্ড তাকে ডেকেছে। ওখানে ডিসিপ্লিনারি কমিটি আছে। তাদের সঙ্গে আলাপ আলোচনা পর পুরো বিষয়টা বোঝা যাবে।’

যদিও তামিমের উইকেট সমালোচনায় মঙ্গলবারের ম্যাচ শেষে শিষ্যের পাশে থেকেছেন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন, ‘তামিম যেটা বলেছে, একেবারে ঠিক বলেছে। উইকেটটা আসলেই ভালো ছিল না। আমি তামিমকে সবসময়ই সমর্থন করব। যে উইকেটে খেলা হয়েছে, সেটা টি-টোয়েন্টির জন্য আর্দশ উইকেট নয়। এখন সত্য কথা বলে যদি কোনও বিপদ হয়, তাহলে তো কিছু বলার নেই। তবু বলব তামিম সঠিক কথাই বলেছে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার