X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ভারতকে লজ্জা দিয়ে জিতলো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
১০ ডিসেম্বর ২০১৭, ১৭:৫৬আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ১৯:২৮

ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিতকে মাত্র ২ রানে ফেরালেন লাকমল নিজেদের মাটিতে যখন ভারত খেলে, তখন ম্যাচ শেষে লেখা হয় সাফল্যগাঁথা। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে শেষে শুধুই লজ্জার রেকর্ড হাতড়ে বেড়াতে হলো। দিবারাত্রির ম্যাচ, তবে সন্ধ্যার আগেই শেষ হলো খেলা। ভারতকে ব্যাটিং লজ্জায় ডুবিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৭ উইকেটে জিতে শুরু করলো শ্রীলঙ্কা।

সুরাঙ্গা লাকমলের বোলিং তোপে ৩৮.২ ওভারে মাত্র ১১২ রানে অলআউট হয় ভারত। মাত্র ২০.৪ ওভারে ৩ উইকেটে ১১৪ রান করে শ্রীলঙ্কা।

ধর্মশালায় টস জিতে ফিল্ডিং নেয় শ্রীলঙ্কা। শুরু থেকে তারা তটস্থ করে রাখে বিরাট কোহলিকে ছাড়া খেলতে নামা ভারতের ব্যাটসম্যানদের। প্রথম ৫ ওভারে ২ উইকেটে মাত্র ২ রান। ১০ ওভার শেষে আরও খারাপ অবস্থা, ৩ উইকেটে ১১ রান। পঞ্চমবারের মতো টপ অর্ডারের কোনও ভারতীয় ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি।

ভারতের পক্ষে সেরা ইনিংস খেলেন ধোনি লঙ্কান বোলারদের সামনে অসহায় ভারত ২৯ রানে হারায় ৭ উইকেট। ব্যাটিং বিপর্যয়ের দিনে ৪১ রানের সেরা জুটি গড়েন মহেন্দ্র সিং ধোনি, তার সঙ্গী ছিলেন কুলদীপ যাদব।

ধোনি ৬৮তম হাফসেঞ্চুরি করলেও দলের স্কোর শক্ত করতে পারেননি। ৬৫ রানে শেষ ব্যাটসম্যান হয়ে আউট হন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তার ৮৭ বলের ইনিংসে ১০ চার ও ২ ছয় রয়েছে।

বোলিংয়ে শুধু উইকেট নিয়ে নয়, রান দেওয়াতেও ‍খুব কিপ্টেমি করেছে লঙ্কান বোলাররা। সব মিলিয়ে ১৩টি মেডেন ওভার দিয়েছে তারা। গত ১০ বছরের ওয়ানডে ক্রিকেটে এটাই সবচেয়ে বেশি মেডেন দেওয়ার রেকর্ড।

লাকমল ১০ ওভারে ৪ মেডেন দিয়ে ১৩ রান দিয়ে নেন সর্বোচ্চ চার উইকেট। সমান বল করে সমান মেডেন দিয়ে ২ উইকেট নেন নুয়ান প্রদীপ, রান দেন ৩৭টি। এছাড়া ১টি করে উইকেট পান অ্যাঞ্জেলো ম্যাথুজ, আকিলা ধনঞ্জয়া, থিসারা পেরেরা ও সাচিথ পাথিরানা।

ম্যাথুজ ও ডিকবেলা জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ছেন অল্প পুঁজি গড়ার পর শ্রীলঙ্কাকে বিপদে ফেলতে পারেনি ভারত। কেবল দানুশকা গুনাথিলাকা (১) ও লাহিরু থিরিমান্নেকে (০) দ্রুত ফেরানোই ছিল তাদের বোলিং সাফল্য। ৪৬ বলে বাউন্ডারিসমৃদ্ধ ইনিংস খেলে লঙ্কানদের সহজ জয়ের ভিত গড়ে দেন উপুল থারাঙ্গা। এ ওপেনার ১০ চারে করেছেন ৪৯ রান। হার্দিক পান্ডিয়ার কাছে উইকেট দিয়ে হাফসেঞ্চুরি না করার আক্ষেপ হয়তো কিছুটা হয়েছে তার। কিন্তু ম্যাথুজ ও নিরোশান ডিকবেলার অপরাজিত ৪৯ রানের জুটি ঠিক সহজ জয় এনে দিয়েছে লঙ্কানদের। ম্যাথুজ ২৫ ও ডিকবেলা ২৬ রানে অপরাজিত ছিলেন।

ম্যাচসেরা হয়েছেন লাকমল। ১৩ ডিসেম্বর মোহালিতে দ্বিতীয় ওয়ানডে খেলবে ভারত ও শ্রীলঙ্কা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট