X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

জয়ে শুরু যুবাদের বিশ্বকাপ মিশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০১৮, ১২:২৩আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ১৭:২৫

নামিবিয়াকে হারানোর পর বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের সেলফি। ছবি-আইসিসি জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নামিবিয়াকে ৮৭ রানে হারিয়েছে সাইফ হাসানরা।

বৃষ্টির কারণে বার্ট সাটক্লিফের ম্যাচটি নেমে এসেছিল ২০ ওভারে। টি-টোয়েন্টিতে বদলে যাওয়া ম্যাচটিতে অধিনায়ক সাইফ ও মোহাম্মদ নাঈমের হাফসেঞ্চুরিতে বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে স্কোরে জমা করে ১৯০ রান। জবাবে কাজী অনিক ও হাসান মাহমুদের চমৎকার বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৩ রানের বেশি করতে পারেনি নামিবিয়া।

বাংলাদেশি বোলারদের সামনে মাত্র ১২ রানে ৪ উইকেট হারায় নামিবিয়া। তখনই আসলে জয় দেখে ফেলেছিল যুবারা। হাসানের বলে মাত্র ৪ রান করে অধিনায়ক লোহান লরেন্স আউট হলে বাংলাদেশ পায় প্রথম উইকেট। খানিক পর রান আউট হয়ে ফেরেন জার্গেন লিন্ডে (৪)। আর কাজী অনিকের জোড়া আঘাতে শন ফুচে (১) ও এরিচ ফন মলেনডোর্ফ (০) আউট হলে বাংলাদেশ পেতে থাকে জয়ের সুবাস।

এবিন ফন উইক হাফসেঞ্চুরি করে হারের ব্যবধান যা একটু কমিয়েছেন নামিবিয়ার। এই ব্যাটসম্যান ৫২ বলে করেন ৫৫ রান। নিকোল লোফটি-এটোনোর ব্যাট থেকে আসে ২৪ রান। কাজী অনিক ও হাসান মাসুদ দুজনই নিয়েছেন দুটি করে উইকেট।

বিশ্বকাপটা ৫০ ওভারের হলেও বাংলাদেশের যুবাদের শুরুটা হলো ‘টি-টোয়েন্টি’ দিয়ে। বৃষ্টির কারণে ২০ ওভারে দাঁড়ানো ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছে বাংলাদেশ। যেখানে অধিনায়ক সাইফ হাসান ও মোহাম্মদ নাঈমের ঝড়ো হাফসেঞ্চুরিতে কঠিন লক্ষ্য ছুড়ে দেয় তারা নামিবিয়ার দিকে।

পিনাক ঘোষ বেশিক্ষণ টিকতে না পারলেও দারুণ শুরু করে দিয়ে যান বাংলাদেশের। ১৮ বলে খেলে যান ২৬ রানের ইনিংস। এরপরই শুরু নাঈম-সাইফের জুটি। ৯৭ রানের জুটি গড়ার পথে দুজনই তুলে নেন হাফসেঞ্চুরি। আউট হওয়ার আগে নাঈম করেন ৪৩ বলে ৬০ রান, যে ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ৮ চার ও এক ছক্কায়।

আক্রমণাত্মক ব্যাটিংয়ে তাকেও ছাড়িয়ে যান সাইফ। বাংলাদেশের অধিনায়ক খেলেছেন ৮৪ রানের ঝড়ো ইনিংস। ৪৮ বলের ইনিংসটি তিনি সাজিয়েছেন ৩ চার ও ৫ ছক্কায়। আর আফিফ হোসেন করেছেন ১১ রান।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি নেতা ফালুর বিরুদ্ধে আরও একজনের সাক্ষ্য
বিএনপি নেতা ফালুর বিরুদ্ধে আরও একজনের সাক্ষ্য
খুলনায় ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার পয়েন্ট উদ্বোধন
খুলনায় ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার পয়েন্ট উদ্বোধন
কাপ্তাইয়ে পানি বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন
কাপ্তাইয়ে পানি বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন
পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় হামাস যোদ্ধাসহ ৫ ফিলিস্তিনি নিহত
পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় হামাস যোদ্ধাসহ ৫ ফিলিস্তিনি নিহত
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি