X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

সোমবার শুরু বাংলাদেশের শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে পরীক্ষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০১৮, ১৯:৪৮আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ১৯:৪৮

সোমবার শুরু বাংলাদেশের শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে পরীক্ষা ২০১০ সালে শ্রীলঙ্কা ও ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছিল বাংলাদেশ। এরপর এদেশে আর কখনও হয়নি তিন জাতির ক্রিকেটীয় লড়াই। দীর্ঘ আট বছর পর সোমবার ফের মাঠে গড়াচ্ছে ত্রিদেশীয় সিরিজ। আগেরবারের প্রতিপক্ষ ভারতের বদলে যোগ হয়েছে জিম্বাবুয়ে।

ত্রিদেশীয় সিরিজের সবগুলো ম্যাচই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে বেলা ১২টায়। যদিও ম্যাচ শুরু হওয়ার কথা ছিল দুপুর ২টা থেকে। কিন্তু কুয়াশার কথা চিন্তা করে সময় এগিয়ে আনা হয়েছে। সব ম্যাচই সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।

সোমবার সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি জিম্বাবুয়ে। দ্বিতীয় ম্যাচ হবে ১৭ জানুয়ারি, লড়বে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। দুই দিন পর শুক্রবার ছুটির দিনে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে স্বাগতিকরা। ২১ জানুয়ারি আবার মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা। ২৩ জানুয়ারি বাংলাদেশ তাদের তৃতীয় ম্যাচ খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। ২৫ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে হবে মাশরাফিদের দ্বিতীয় সাক্ষাৎ। শীর্ষ দুই দল ২৭ জানুয়ারি মুখোমুখি হবে ফাইনালে।

এ সিরিজের প্রতি ম্যাচে পূর্ব স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ১০০ টাকা। আর বিসিবি ইন্টারন্যাশনাল লাউঞ্জের দাম সর্বোচ্চ ২ হাজার টাকা। এক হাজার টাকায় পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ডের (উত্তর/দক্ষিণ) টিকিট। ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকায়। শহীদ মুস্তাক/জুয়েল স্ট্যান্ডের টিকিট ৩০০ ও উত্তর-দক্ষিণ স্ট্যান্ড পাওয়া যাবে ১৫০ টাকায়।

অনলাইনের পাশাপাশি ম্যাচের দিন মিরপুর ইনডোর স্টেডিয়াম ও শেরে বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেটের সামনে অস্থায়ী বুথ থেকে সরাসরি টিকিট কিনতে পারবে দর্শকরা। তবে অনলাইনে টিকিট কিনতে হলে ম্যাচের দুই দিন আগেই টিকিট সংগ্রহ করতে হবে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম আবার বাড়লো
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম আবার বাড়লো
‘সিঁধেল চোর’ ধরতে মরিয়া পুলিশ
রাজধানীজুড়ে সাঁড়াশি অভিযান‘সিঁধেল চোর’ ধরতে মরিয়া পুলিশ
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
মুন্সীগঞ্জে ‘গরমে অসুস্থ হয়ে’ দুজনের মৃত্যু
মুন্সীগঞ্জে ‘গরমে অসুস্থ হয়ে’ দুজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস