X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

শুধু নিজেদের নিয়ে ভাবছেন মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০১৮, ২০:০৩আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ২০:০৩

সংবাদ সম্মেলনে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি। ছবি-বিসিবি দক্ষিণ আফ্রিকা সফর শেষে বাংলাদেশ থেকে বিদায় নেওয়া চন্ডিকা হাথুরুসিংহে এখন শ্রীলঙ্কার প্রধান কোচ। অন্যদিকে টাইগারদের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিকের কাঁধে স্বদেশ জিম্বাবুয়ের কোচের দায়িত্ব। ত্রিদেশীয় সিরিজে তাই স্বাগতিক দলকে অন্যরকম চ্যালেঞ্জের সামনে পড়তে হচ্ছে। মাশরাফি মুর্তজা অবশ্য এ বিষয়ে চিন্তিত নন।

রবিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেছেন, ‘হিথ স্ট্রিক প্রায় দেড়-দুই বছর বাংলাদেশে ছিলেন। হাথুরুসিংহে তো কিছু দিন আগেই গেলেন। তারা নিশ্চয়ই আমাদের নিয়ে পরিকল্পনা করছেন। তবে তাদের চিন্তা-ভাবনা কিংবা পরিকল্পনা সম্পর্কে আমাদেরও ধারণা আছে। নিজেদের পরিকল্পনার ৭০ থেকে ৮০ ভাগ বাস্তবায়ন করতে পারলে ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে থাকবে। আমাদের লক্ষ্যও সেটা।’

টাইগারদের পরিকল্পনায় হাথুরুসিংহেকে চমকে দেওয়ার মতো কিছু থাকবে কিনা এমন প্রশ্নে মাশরাফির উত্তর, ‘স্মার্ট হওয়া ভালো, কিন্তু ওভার স্মার্ট হওয়া ভালো না। আমরা ওভার স্মার্ট হতে চাচ্ছি না। অবশ্যই হাথুরুসিংহের আমাদের নিয়ে পরিকল্পনা আছে, আর আমাদেরও তার দলকে নিয়ে আছে। আমরা নতুন কিছু করার চেষ্টা করবো।’

হাথুরুসিংহের কোচিংয়ে বাংলাদেশ দারুণ সাফল্য পেয়েছে। ঘরের মাঠে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে, ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়েছে। সেজন্য হাথুরুসিংহেকে ধন্যবাদ জানালেও সাফল্যের জন্য সতীর্থদেরও কৃতিত্ব দিচ্ছেন মাশরাফি, ‘খেলোয়াড় হিসেবে হাথুরুসিংহকে স্যালুট জানাই। তার অধীনে খেলে আমরা ভালো ফল পেয়েছি। তবে গত কয়েক বছরে তামিম-মাহমুদউল্লাহ-মুশফিক-সাকিব খুব ভালো খেলেছে, মোস্তাফিজ আবির্ভাবেই নৈপুণ্য দেখিয়েছে। এসব মাথায় রাখতে হবে। হাথুরুসিংহের জন্য শুভ কামনা, তবে আমরা নিজেদের নিয়ে ভাবছি।’

হাথুরুসিংহের বিদায়ের পর অধিনায়ক হিসেবে কতটা নির্ভার এমন প্রশ্নে মাশরাফি বলেছেন, ‘অধিনায়ক হিসেবে মানসিক চাপ সব সময় থাকে। তবে আমাদের ড্রেসিং রুম অনেকটাই নির্ভার। আগে ড্রেসিং রুমে যেমন চাপ থাকতো এখন আর তা নেই।  ড্রেসিং রুমে খেলোয়াড়দের নির্ভার থাকতে দেখলে ভালোই লাগে।’

দক্ষিণ আফ্রিকা সফর ভালো কাটেনি বাংলাদেশের। বছরের শুরুটা তাই সাফল্যে রাঙানোর সংকল্প মাশরাফির, ‘দক্ষিণ আফ্রিকায় আমাদের খারাপ সময় গিয়েছে। তবে ঘরের মাঠে আমাদের ভালো করার সুযোগ আছে। কাল থেকে রোমাঞ্চকর একটি টুর্নামেন্ট শুরু হচ্ছে। আমরা এই টুর্নামেন্টে সাফল্য চাই।’  

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত