X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে ফিরে রোমাঞ্চিত হাথুরুসিংহে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০১৮, ২০:২৯আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ২০:৩০

শেরে বাংলা স্টেডিয়ামে দেখা হতেই মাশরাফির সঙ্গে করমর্দন করলেন হাথুরুসিংহে। ছবি-বিসিবি প্রায় সাড়ে তিন বছর তিনি ছিলেন বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্বে। মাশরাফি-সাকিব-তামিম-মুশফিকদের সঙ্গে তার অনেক স্মৃতি। শ্রীলঙ্কা দলের কোচ হয়ে বাংলাদেশের মাটিতে পা রেখে তাই রোমাঞ্চিত চন্ডিকা হাথুরুসিংহে।

রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘বাংলাদেশে ফিরে আমি রোমাঞ্চিত। নতুন চ্যালেঞ্জ নিয়েছি বলে আমার মধ্যে অন্য ধরনের রোমাঞ্চ কাজ করছে। আমরা ভালো প্রস্তুতি নিয়েই বাংলাদেশে এসেছি।’

শ্রীলঙ্কার কোচ হিসেবে তার প্রথম ‘মিশন’ বাংলাদেশের মাটিতে। দীর্ঘ দিন বাংলাদেশের কোচ থাকা বাড়তি সুবিধা দেবে কিনা এমন প্রশ্নে হাথুরুসিংহে বললেন, ‘এ যুগে তথ্য পাওয়া কঠিন কিছু না। ঘরোয়া টি-টোয়েন্টি লিগগুলো কাজ আরও সহজ করে দিয়েছে। অনেক শ্রীলঙ্কান ক্রিকেটার এখানে খেলে। তথ্য সহজেই পাওয়া যায়। বাড়তি সুবিধা তাই খুব বেশি নেই। বাংলাদেশের ক্রিকেটাররা জানে আমি কীভাবে পরিকল্পনা করি, আমার ভাবনা কেমন। সেদিক থেকে তেমন বাড়তি সুবিধা নেই।’

তবে ত্রিদেশীয় সিরিজ দারুণ লড়াই হবে বলে মনে করছেন হাথুরুসিংহে, ‘দেশের মাটিতে বাংলাদেশ দারুণ লড়াকু দল। তাই আমাদের জন্য এই টুর্নামেন্ট হবে চ্যালেঞ্জিং।’  

মজার ব্যাপার হলো, বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে বিশ্লেষণ করতে গিয়ে কিছুক্ষণের জন্য হাথুরুসিংহে ভুলে গিয়েছিলেন তিনি আর টাইগারদের কোচ নন! ভুল বুঝতে পেরে নিজেকে সামলে নিতে দেরি করেননি অবশ্য, “দেশের মাটিতে বাংলাদেশ খুব ভালো দল। গত আড়াই বছরে আমরা মাত্র একটি সিরিজ হেরেছি। ‘আমরা’ বলতে আমি বাংলাদেশকে বোঝাচ্ছি। ওরা ওয়ানডে খুব ভালো খেলছে। বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদের ভূমিকা আর পরিকল্পনা ভালো মতো জেনেই মাঠে নামে। তাই প্রতিপক্ষের জন্য এখানে খেলা অনেক কঠিন।’ 

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ