X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বোলারদের পারফরম্যান্সে হ্যালসেল খুশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৮, ২১:০৩আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ২১:০৩

বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসেল। ছবি-বিসিবি ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বোলারদের নৈপুণ্যে দারুণ খুশি টাইগারদের ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসেল। ম্যাচের পরদিন বোলারদের প্রশংসার বন্যায় ভাসালেন তিনি।

আগামী শুক্রবার দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। মঙ্গলবার শেরে বাংলা স্টেডিয়ামের ইনডোরে বাংলাদেশের অনুশীলনের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হ্যালসেল। দুটো দুর্দান্ত ডেলিভারিতে পিটার মুর আর তেন্দাই চাতারার স্টাম্প এলোমেলো করে দেওয়া রুবেল হোসেনের প্রশংসা করে তিনি বললেন, ‘দলের তৃতীয় পেসার হিসেবে রুবেল দুর্দান্ত বোলিং করছে। প্রতিপক্ষের ব্যাটসম্যানরা যখন আক্রমণাত্মক মনোভাব নিয়ে ব্যাটিং করে, তখনই তাকে বোলিংয়ে নিয়ে আসা হয়। কাজটা অনেক কঠিন হলেও রুবেল ভালোভাবেই তার দায়িত্ব পালন করছে।’

রুবেলের মতো মোস্তাফিজুর রহমানের পারফরম্যান্সও দুর্দান্ত। ১০ ওভার বোলিং করে একটি মেডেন সহ ২৯ রান খরচ করে মোস্তাফিজের শিকারও দুই উইকেট। ৪১টি ‘ডট’ বল করা ‘কাটার মাস্টার’ কাঁধের ইনজুরির কারণে ছন্দে ছিলেন না দীর্ঘ দিন। ‘দ্য ফিজ’কে বল হাতে জ্বলে উঠতে দেখে দারুণ খুশি হ্যালসেল, ‘কাঁধের ইনজুরি থেকে সেরে উঠতে অন্তত দুই বছর লাগে। মোস্তাফিজ ইনজুরিতে পড়েছিল ১৮ মাস আগে। ইনজুরির কারণে তার কাটারের ধার কিছুটা হলেও কমে গিয়েছিল। তবে পরিশ্রম করে কাটারের কার্যকারিতা ফিরে পেয়েছে সে। আগামীতে আগের মোস্তাফিজকে দেখা যাবে।’

পরের ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ, আর শ্রীলঙ্কা মানেই চন্ডিকা হাথুরুসিংহে। টাইগারদের সাবেক কোচ প্রসঙ্গে হ্যালসেলের মন্তব্য অবশ্য কিছুটা দার্শনিক সুলভ, ‘তিনি খুব ভালো কোচ, কিন্তু গতকাল তামিম ইকবাল রান পেয়েছে, সাকিব আল হাসান উইকেট পেয়েছে। চন্ডিকা কিন্তু মাঠে নেমে পারফর্ম করতে পারবেন না।’

সম্প্রতি শ্রীলঙ্কার পারফরম্যান্স খারাপ হলেও বাংলাদেশকে কঠিন পরীক্ষা দিতে হবে বলে মনে করেন তিনি, ‘শ্রীলঙ্কা শক্তিশালী দল, তারা চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের মতো দলকে হারিয়েছিল। আমরা জানি, তারা কেমন খেলতে পারে। ইদানীং হয়তো তাদের পারফরম্যান্স তেমন ভালো নয়, তবে তার মানে এই নয় যে তিন দিন পর তারা আমাদের সঙ্গে ভালো খেলবে না। শ্রীলঙ্কা দলে ম্যাথুজ আর লাকমালের মতো চমৎকার খেলোয়াড় রয়েছে। তারা যে কোনও সময় ম্যাচের চেহারা পাল্টে দিতে পারে।’ 

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুড়িগ্রামে এক বছরে আইনি সহায়তা পেয়েছেন ২২০ জন, অধিকাংশই নারী
কুড়িগ্রামে এক বছরে আইনি সহায়তা পেয়েছেন ২২০ জন, অধিকাংশই নারী
আইপি টিভি চালু করতে চায় ডিএমপি!
আইপি টিভি চালু করতে চায় ডিএমপি!
কাটাখালী পৌরসভায় উপনির্বাচনে মেয়র হলেন মিতু
কাটাখালী পৌরসভায় উপনির্বাচনে মেয়র হলেন মিতু
ঢাকায় পা রেখে চট্টগ্রামে উড়াল দিলো জিম্বাবুয়ে
ঢাকায় পা রেখে চট্টগ্রামে উড়াল দিলো জিম্বাবুয়ে
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে