X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে আরও সতর্ক ম্যাথুজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৮, ২১:৫১আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ২১:৫২

অ্যাঞ্জেলো ম্যাথুজ জিম্বাবুয়ের বিপক্ষে ১২ রানে হারা শ্রীলঙ্কা শুক্রবার মুখোমুখি হবে বাংলাদেশের। স্বাগতিকদের বিপক্ষে ম্যাচটিতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জানিয়ে গেছেন লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ।

শুক্রবার মাঠে নামার আগে দুই দলের অবস্থা দুই রকম। জিম্বাবুয়েকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে ফুরফুরে মেজাজে বাংলাদেশ। বিপরীতে সেই জিম্বাবুয়ের বিপক্ষে হারের হতাশা সঙ্গী হয়েছে শ্রীলঙ্কার। স্বভাবতই বাংলাদেশকে সমীহ করছে তারা। তাছাড়া গত কয়েক বছর ধরে দেশের মাটিতে দুর্দান্ত দল হয়ে ওঠা টাইগারদের নিয়ে আলাদাভাবে ভাবতেই হচ্ছে শ্রীলঙ্কাকে।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিকে চ্যালেঞ্জিং হিসেবে দেখছেন দলটির অধিনায়ক ম্যাথুজ। বুধবার হারের পর তিনি বলেছেন, ‘তারা (বাংলাদেশ) গত কয়েক বছর ধরে ঘরের মাঠে বড় দলগুলোকে হারিয়েছে। তাদের বিপক্ষে লড়াইটা অবশ্যই কঠিন ও চ্যালেঞ্জিং হবে।’ আর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ নিয়ে তার বক্তব্য, ‘আজকের খেলা কোনও মতেই আমাদের মানের ছিল না। খুব বাজে একটি দিন কেটেছে। তারপরও ইতিবাচক কিছু দিক আছে, সেগুলো নিয়ে আমাদের পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে।’

মাত্রই প্রথম ম্যাচে মাঠে নেমেছিল শ্রীলঙ্কা। ফাইনাল এখনও দূরের পথ। তবু জিম্বাবুয়ের বিপক্ষে ধাক্কায় সিরিজ শুরু করে ফাইনালের প্রসঙ্গ এসেই গেল সংবাদ সম্মেলনে। যদিও এখনই ফাইনাল নিয়ে ভাবছেন না ম্যাথুজ, ‘মাত্রই আমরা একটি ম্যাচ খেললাম। ফাইনাল এখনও অনেক দূরে। আমাদের বাকি তিন ম্যাচে ভালো ক্রিকেট খেলতে হবে। ভালো খেলে ম্যাচগুলো জিততে চাই, এরপর ফাইনাল নিয়ে চিন্তা করব।’

২৯১ রানের লক্ষ্যের কাছাকাছি চলে গিয়েছিল শ্রীলঙ্কা। থিসারা পেরেরার বিধ্বংসী ব্যাটিংয়ে একটা সময় জয়ের পাল্লা ভারী ছিল লঙ্কানদের দিকেই। যদিও পেরেরার আউটে পাল্টে যায় হিসাব। ম্যাচের ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে ওই আউটকেই সামনে আনলেন লঙ্কান অধিনায়ক, ‘আমরা জয়ের খুব কাছাকাছি চলে গিয়েছিলাম। বলের চেয়ে আমাদের রানটা বেশিই ছিল। কিন্তু থিসারা (পেরেরা) ও আকিলার (ধনাঞ্জয়া) আউটই আমাদের ছিটকে দিয়েছে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?