X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

টি-টোয়েন্টিতে ‘বাংলাদেশ ব্র্যান্ড’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০১৮, ২০:৪৯আপডেট : ১৩ মার্চ ২০১৮, ২০:৪৯

অনুশীলনে মাহমুদউল্লাহ ওয়ানডে ও টেস্টে বাংলাদেশের ক্রিকেট বদলে গেলেও টি-টোয়েন্টিতে পড়ে আছে সেই আতুর ঘরে। ব্যর্থতার চোরাবালি থেকে উঠে দাঁড়াতে কুড়ি ওভারের ক্রিকেটে নিজেদের ‘ব্র্যান্ড’ বানাতে চায় টাইগাররা।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি হেরেছিল বাজেভাবে, নিদাহাস ট্রফির শুরুতেও ব্যর্থতা বৃত্ত ভাঙতে পারেনি বাংলাদেশ। তবে প্রতিযোগিতাটিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রিকেট বিশ্বকে অবাক করে ২১৪ রানের পাহাড় টপকে যায় টাইগাররা। যাতে নিদাহাস ট্রফির ফাইনালে খেলার স্বপ্ন বেঁচে আছে বাংলাদেশের। ভারতের বিপক্ষে বুধবারের ম্যাচ জিতলে তারাই থাকবে শিরোপা নির্ধারণী মঞ্চে যাওয়ার শক্ত প্রতিপক্ষ।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে টি-টোয়েন্টিতে নিজেদের ‘ব্র্যান্ড’ প্রতিষ্ঠিত করার কথা বলেছেন মাহমুদউল্লাহ। কুড়ি ওভার ক্রিকেটের র‌্যাংকিংয়ে আফগানিস্তানেরও নিচে থাকা বাংলাদেশ দলে সেরকম হার্ডহিটার ব্যাটসম্যান নেই। তাই পাওয়ার হিটিংয়ের এই ফরম্যাটে বিশ্বের অন্য দল থেকে এমনিতেই পিছিয়ে থাকতে হয় বাংলাদেশকে। এই কারণেই কুড়ি ওভারের ক্রিকেটে ‘বাংলাদেশ ব্র্যান্ড’ তৈরি করার কথা বলেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ।

টানা দুই ম্যাচ জিতে ত্রিদেশী সিরিজের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ভারতের বিপক্ষে লড়াইয়ের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশি ক্যাম্প। লঙ্কানদের বিপক্ষে পাওয়া জয়ের অনুপ্রেরণা নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমাদের বাংলাদেশি ব্র্যান্ডের টি-টোয়েন্টি খেলতে হবে। আমার মতে দক্ষতার কোনও সমস্যা নেই। আমাদের স্মার্ট হতে হবে ঝুঁকি নেওয়ার বেলায়।’

‘স্মার্ট’ বলতে মাহমুদউল্লাহ বোঝাতে চেয়েছেন প্রতিপক্ষের খেলোয়াড়দের দুর্বলতা বুঝে ব্যাটিং-বোলিং করা। কোন বোলারের দুর্বলতা কোন জায়গায়, সেটা বুঝতে পারলে অন্যপ্রান্তে থাকা ব্যাটসম্যানের সঙ্গে সেটা আলোচনা করে নেওয়া। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বাংলাদেশের দায়িত্ব নেওয়া মাহমুদউল্লাহর ভাষায় যা এমন, ‘নির্দিষ্ট কোনও বোলারকে বের করা, যাকে আমরা লক্ষ্য বানাতে পারি। এই ধরনের বিষয়গুলো আমাদের কাজে লাগাতে হবে খেলার সময়। আর এগুলো আমাদের দিতে পারে টি-টোয়েন্টিতে বাংলাদেশ ব্র্যান্ড।’

কুড়ি ওভারের ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্সের গ্রাফ মোটেও স্বস্তির নয়। পরিসংখ্যান বলছে সবশেষ ১১ ম্যাচে টাইগাররা হেরেছে ৯টিতে। যদিও অতীত হিসাবকে পাল্টে ফাইনালে খেলার স্বপ্ন দেখছে তারা। আর সেজন্য বুধবারের ম্যাচে জয় পেতে হবে ভারতের বিপক্ষে। টানা দু্ই ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে থাকা ভারতীয়দের বিপক্ষে লড়াইয়ের আগে বোলিং নিয়ে ভাবতে হচ্ছে মাহমুদউল্লাহকে। লঙ্কানদের বিপক্ষে আগের ম্যাচে দুর্দান্ত এক জয় পেলেও বোলাররা মোটেও সুবিধা করতে পারেননি।

মোস্তাফিজুর রহমান দুই ম্যাচে ৫ উইকেট পেলেও ওভারপ্রতি খরচ করেছেন ১০ রানের কাছাকাছি। যদিও অধিনা্য়ক মাহমুদউল্লাহর প্রশংসাই কুড়াচ্ছেন এই পেসার। বাঁহাতি এই বোলারকে নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমাদের দলের জন্য ও দারুণ এক বোলার। মোস্তাফিজ সত্যি খুব ভালো করছে। উইকেটটাই আসলে ব্যাটসম্যানদের জন্য বেশি কাজ করছে।’ সঙ্গে যোগ করলেন, ‘মোস্তাফিজ খুব ভালো অবস্থায় আছে, আর ও আমাদের স্ট্রাইক বোলার। আমি সবসময় ওর সঙ্গে আছি।’ এএফপি

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
তিন মাঠে সাকিব, মোসাদ্দেক, জাকিরের তাণ্ডব
তিন মাঠে সাকিব, মোসাদ্দেক, জাকিরের তাণ্ডব
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ