X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

কথা রাখলেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০১৮, ০০:১৩আপডেট : ১৭ মার্চ ২০১৮, ০০:১৩

কথা রাখলেন সাকিব তখনও একাদশ ঘোষণা হয়নি। বৃহস্পতিবার সকালে শ্রীলঙ্কায় উড়ে যাওয়া সাকিব আল হাসান অঘোষিত সেমিফাইনালে খেলবেন কিনা, তা নিয়ে ছিল ধোঁয়াশা। তবে হঠাৎই তাকে দলে যোগ করাটা যে ‘শুধু শুধু’ নয়, সেই আলোচনাও চলছিল খুব। সেখানে সাকিবের খেলার সম্ভাবনার পালেই হাওয়া লাগছিল বেশি।

এ তো ছিল বাইরের আলোচনা। সাকিব কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শুরুর অনেক আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন মাঠে নামবেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়ে রেখেছিলেন, ‘জয়ের জন্য খেলব এবার। সময় এখন ফাইনালের জন্য মাচ জেতার।’ দলীয় পারফরম্যান্সের কথা বললেও তার ওই পোস্টে ছিল নিজের মাঠে ফেরার ইঙ্গিতও। বাংলাদেশি অধিনায়ক ফিরলেন, এবং দারুণ জয়ে কথাও রাখলেন।

শুরুতে নিদাহাস ট্রফির দলে ছিলেন সাকিব। কিন্তু আঙুলের চোট ঠিক না হওয়ায় ছিটকে যেতে হয়। বিসিবি থেকে বলা হয়েছিল, ত্রিদেশীয় এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে আর খেলতে পারবেন না বিশ্বসেরা অলরাউন্ডার। তবে প্রথম ম্যাচের আগে শ্রীলঙ্কায় উড়ে গিয়েছিলেন সতীর্থদের আত্মবিশ্বাস বাড়াতে। তার অনুপস্থিতিতে টাইগারদের অধিনায়কের দায়িত্ব কাঁধে নেওয়া মাহমুদউল্লাহ ওই সময় জানিয়েছিলেন, সাকিবকে পেয়ে দলের সবাই উজ্জীবিত।

ড্রেসিং রুমে যাকে পেয়েই দল উজ্জীবিত হয়, সেই সাকিব মাঠে থাকলে আত্মবিশ্বাসের পারদ এমনিতেই তরতরিয়ে আকাশ ছুঁয়ে যায়। সাকিবের ফেরাটা তাই টনিক হিসেবে কাজ করেছে বাংলাদেশ দলে। যার প্রমাণ পাওয়া গেছে ইনিংসের প্রথম ওভার থেকে। জয়ের জন্য বাংলাদেশ কতটা মুখিয়ে ছিল, শরীরের ভাবভঙ্গিতেই ছিল স্পষ্ট। তাই শ্রীলঙ্কা মাত্র ৪১ রান তুলতেই হারায় ৫ উইকেট। পরে কুশল পেরেরা ও থিসারা পেরেরার ব্যাটে স্বাগতিকরা লড়াই করার মতো স্কোর গড়লেও বাংলাদেশ আত্মবিশ্বাস হারায় না। তা এমনকি ৪ বলে ১২ রান দরকার পড়লেও।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের আত্মবিশ্বাস বেড়ে গেছে ২১৪ রান টপকানো ম্যাচেই। মাঝে ভারতের বিপক্ষে সেই আত্মবিশ্বাসে খানিকটা আঘাত লাগলেও সাকিবের ফেরা আবার চাঙ্গা করে টাইগারদের। আর দলীয় পারফরম্যান্সে সাকিবও হয়ে উঠেন দারুণ আশাবাদী। তাই মাঠের লড়াইয়ের আগেই বলতে পারেন, ‘জয়ের জন্য খেলব এবার। সময় এখন ফাইনালের জন্য মাচ জেতার।’

কথা রেখেছেন সাকিব। সময় এখন ফাইনাল জেতার!

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট