X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

‘ক্রিকেটাররা আমাদের চেয়ে বেশি কষ্ট পেয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৮, ১৭:৩৩আপডেট : ১৯ মার্চ ২০১৮, ১৭:৩৬

দেশে ফিরে ক্রিকেটারদের প্রশংসা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান আরও একটি ফাইনালে ব্যর্থ বাংলাদেশ, আবারও ক্রিকেট ভক্তদের হৃদয়ে রক্তক্ষরণ। নিদাহাস ট্রফির ফাইনালে শেষ বলে দিনেশ কার্তিকের ছক্কায় হেরে যাওয়ার বেদনায় স্তব্ধ পুরো দেশ। সোমবার দেশে ফিরে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানালেন, হারের পর ক্রিকেটারদের মনের অবস্থা কেমন ছিল।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিসিবি সভাপতি বললেন, ‘এত কাছে গিয়ে এমন হার! আমার তো মনে হয় বাংলাদেশের সব মানুষের মনের অবস্থা এখন একই রকম। নিশ্চিত জিতে যাওয়া অবস্থা থেকে এমন হার মেনে নেওয়া কঠিন। কালকের ফাইনালে হেরে সবাই খুব কষ্ট পেয়েছেন। তবে ক্রিকেটাররা আমাদের চেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছে।  আমি ওদের সঙ্গে ছিলাম, আমি  জানি ওদের কী অবস্থা হয়েছিল। ওরা ভীষণ ভেঙে পড়েছিল।’

সেই সময় ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে তাদের সান্ত্বনা দিয়েছেন নাজমুল হাসান, “আমি ওদের বলেছি, ‘হারজিত বড় কথা নয়। এক দল জিতবে, আরেক দল হারবে। তবে আমি ভালো খেলা দেখতে চাই।’ ওরা এই টুর্নামেন্টে প্রত্যেকটা ম্যাচ ভালো খেলেছে, বীরের মতো খেলেছে।’

দলের প্রশংসা করে বোর্ড সভাপতির মন্তব্য, ‘আমাদের দলের সেরা চার ব্যাটসম্যান ফাইনালে রান করতে পারেনি। তবু এই পুঁজি নিয়ে আমরা যেভাবে লড়েছি তা প্রশংসনীয়। আমরা শেষ বল পর্যন্ত লড়াই করেছি। ক্রিকেটাররা হয়তো আমাদের কষ্ট দিয়েছে, হতাশ করেছে, কিন্তু তারা বীরের মতো লড়াই করেছে। সেজন্য আমি তাদের ওপরে খুব খুশি।’

টাইগারদের একটা ইতিবাচক দিকের কথাও জানালেন নাজমুল হাসান, ‘শ্রীলঙ্কায় দলের সবার মধ্যে আত্মবিশ্বাস দেখেছি। আমরা ভাবতেই পারিনি ফাইনাল এত ক্লোজ হবে। টি-টোয়েন্টিতে ভারত শক্তিশালী দল, আর আমরা এই ফরম্যাটে এখনও তেমন ভালো দল হয়ে উঠতে পারিনি। শ্রীলঙ্কার সঙ্গে লিগ পর্বের শেষ ম্যাচ খেলতে নামার আগে দলের সবাই বলছিল, আমরা ফাইনালে গিয়ে চ্যাম্পিয়ন হবো। এমন উজ্জীবিত বাংলাদেশকে দেখে খুব ভালো লেগেছে।’

 

ছবি-নাসিরুল ইসলাম

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?