X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মোহামেডানকে ছাড়াই সুপার লিগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৮, ২০:১১আপডেট : ২০ মার্চ ২০১৮, ২০:১৩

কাজী অনিকের ম্যাচসেরা পারফরম্যান্সে জিতলো মোহামেডান ঢাকা প্রিমিয়ার ডিভিশনের সুপার লিগের ছয় দল চূড়ান্ত হলো মঙ্গলবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জয়ে। তাদের সাফল্যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্বপ্নভঙ্গ হলো। এবার সুপার সিক্সে খেলা হচ্ছে না তাদের। শেষবার কবে সুপার লিগে দেখা যায়নি ঐতিহ্যবাহী এই ক্লাবকে? দলটির ম্যানেজার ওয়াসিম খানের কাছে পাওয়া গেলো জবাব- এবারই প্রথম।

মঙ্গলবার সাভারে কলাবাগান ক্রীড়া চক্রের মুখোমুখি হয়েছিল মোহামেডান। একই সঙ্গে তাদের মন পড়ে ছিল ফতুল্লায় শেখ জামাল ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচে। খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ধানমন্ডি ক্লাব যেন হারে, সেই প্রার্থনা করছিল মোহামেডান। সুপার লিগের টিকিট পেতে তাদের তো জিততেই হবে, একই সঙ্গে হারতে হবে শেখ জামালকে। মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরিকে ব্যর্থ করে ২ উইকেটে মোহামেডান জিতলেও ওঠা হলো না পরের পর্বে। অন্য ম্যাচে ব্রাদার্সকে লো স্কোরিং ম্যাচে হারিয়ে ১২ পয়েন্ট নিয়ে সুপার লিগে শেখ জামাল।

১১ ম্যাচে পাঁচটি করে জয় ও হার, সঙ্গে একটি টাইয়ে ১১ পয়েন্টে সপ্তম দল হয়ে টুর্নামেন্ট শেষ করলো মোহামেডান। গত কয়েক বছর ধরে শিরোপা দেখে না তারা। শেষবার খালেদ মাসুদের নেতৃত্বে ২০০৭-০৮ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল, আর এবার ছিটকে গেলো প্রথম পর্বেই।

বিকেএসপির তিন নম্বর মাঠে খেলা শুরু হয়েছিল নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর। সাভারে যানজটে খেলোয়াড় ও আম্পায়াররা আটকে পড়ায় এই দেরি। আগে ব্যাট করতে নেমে কলাবাগান ৪৭.৩ ওভারে অলআউট হয় ২৬০ রানে। লিগে তৃতীয় সেঞ্চুরি করেন আশরাফুল। ১২৪ বলে ১৩ চার ও ৩ ছয়ে ১২৭ রান করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। ৫০ ওভারের ক্রিকেট ক্যারিয়ারে এটাই আশরাফুলের সেরা ইনিংস। ওয়ালিউল করিমের সঙ্গে তিনি দ্বিতীয় উইকেটে ৮৫ ও তৃতীয় উইকেটে মাহমুদুল হাসানকে নিয়ে যোগ করেন ৮২ রান।

কিন্তু কলবাগানের ব্যাটিং লাইনআপের অন্যরা দ্রুত মাঠ ছাড়েন। কাজি অনিক ক্যারিয়ার সেরা বোলিং করে প্রতিপক্ষকে বেশি দূর এগোতে দেননি। ৮.৫ ওভারে ৫ উইকেট নেন তিনি ৪৯ রানে। এই অনিকই ব্যাট হাতেও মোহামেডানকে এনে দিয়েছেন জয়।

রনি তালুকদার (৫১) ও এনামুল হকের (৫৭) ফিফটি এবং দ্বিতীয় উইকেটে তাদের ৯৮ রানের জুটি মোহামেডানকে ভালো শুরু এনে দেয়। এরপর ১০৭ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। শামসুর রহমান ৩৮ রানের ধীর ইনিংস খেলে যখন অষ্টম ব্যাটসম্যান হয়ে সাজঘরে যান, তখন দলটির দরকার ছিল ২৭ রান।

তাইজুল ইসলাম ও অনিক ক্রিজে থেকে ধৈর্য ধরে বাকি রান করেন। শেষ ওভারে ১০ রান দরকার ছিল মোহামেডানের। অনিক প্রথম দুটি বলেই ছক্কা মেরে দলকে জেতান। ৬ বলে ১৫ রানে অপরাজিত ছিলেন তিনি এবং ম্যাচসেরার পুরস্কারও গেছে তার হাতে। তাইজুল ৩২ বলে ৩৪ রানে অপরাজিত ছিলেন।

কলাবাগনের পক্ষে সানজিৎ সাহা তিন উইকেট নেন। সবার শেষ দল হয়ে এই আসর শেষ করলো দলটি। মাত্র দুটি জয় পেয়েছে তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিটি ক্লাবের সঙ্গে অবনমন হলো গাজী টায়ার্সের
সিটি ক্লাবের সঙ্গে অবনমন হলো গাজী টায়ার্সের
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড
মানবাধিকার রেকর্ড নিয়ে জাতিসংঘে সমালোচনার মুখে তালেবান
মানবাধিকার রেকর্ড নিয়ে জাতিসংঘে সমালোচনার মুখে তালেবান
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ