X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

রাবাদার শাস্তি বাতিলে স্মিথের কঠোর সমালোচনা

স্পোর্টস ডেস্ক
২১ মার্চ ২০১৮, ১৮:২৭আপডেট : ২১ মার্চ ২০১৮, ১৮:২৮

ধাক্কার ওই ঘটনার ঠিক আগের মুহূর্ত দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন কাগিসো রাবাদা। যাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকান পেসারের। কিন্তু আপিল পক্ষে আসায় শাস্তি বাতিল হয়ে গেছে তার। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এই সিদ্ধান্তের কঠিন সমালোচনা করেছেন স্টিভেন স্মিথ।

অস্ট্রেলিয়ান অধিনায়ককে ‘ইচ্ছা করে’ ধাক্কা দেওয়ায় বড় শাস্তি শুনেছিলেন রাবাদা। পোর্ট এলিজাবেথ টেস্টে স্মিথকে আউট করার পর পিচের মাঝামাঝি জায়গায় কাঁধ দিয়ে ধাক্কা মারেন প্রোটিয়া পেসার। ম্যাচ রেফারি জেফ ক্রো’র চোখে অপরাধটা গুরুতর হওয়ায় আচরণবিধি লঙ্ঘনের দ্বিতীয় মাত্রায় শাস্তি পান রাবাদা। যে কারণে ৮ ডিমেরিট পয়েন্টে নিষিদ্ধ হন দুই টেস্ট।

কেপ টাউন টেস্টের আগে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের আপিলে ওই শাস্তি উঠে গেছে রাবাদার। আইসিসির এই সিদ্ধান্তের দিকে আঙুল তুলেছেন স্মিথ, ‘আইসিসি একটি মানদণ্ড স্থাপন করেছে, সত্যিই কি করেছে? ধাক্কাটা পরিষ্কার ছিল। আমি নিশ্চয় আমার বোলারদের বলব না যে, উইকেট পাওয়ার পর পথ আটকে রাখো। আমার মনে হয় না এটা হওয়া উচিত ও এটা খেলার অংশের মধ্যে পড়ে।’

পিচের মধ্যে রাবাদার দেওয়া ধাক্কার ফুটেজ দেখেই সিদ্ধান্ত নিয়েছিলেন ক্রো। তবে ভিডিও ফুটেজের চেয়ে ধাক্কাটা অনেক বেশি জোরে ছিল বলে দাবি স্মিথের, ‘আমি নিশ্চিত ফুটেজে যেটা দেখা গেছে, ধাক্কাটা তার চেয়ে জোরে ছিল। ওটা অবশ্য আমাকে খুব বেশি প্রভাবিত করেনি। কোনও খেলোয়াড়কে আউট করার পর বোলার উৎসব করবেই।’ সঙ্গে যোগ করেছেন, ‘কিন্তু অতিরিক্ত উদযাপনের কারণটা কী? ধাক্কাটা ইচ্ছা করে ছিল নাকি ছিল না, সেটা দেখেই তারা সিদ্ধান্ত নিয়েছে।’

রাবাদার আপিল কার্যকর হওয়ার প্রক্রিয়াকে ‘মজাদার’ হিসেবে উল্লেখ করেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক, ‘মাঠে যেটা হয়েছে এবং পরবর্তীতে যে প্রক্রিয়ায় আপিলের মাধ্যমে সে (রাবাদা) ছাড়পত্র পেল, সেটা সত্যিই মজাদার।’ ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ