X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারের সংখ্যা কমছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০১৮, ২০:০৫আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ২০:০৯

কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারের সংখ্যা কমছে সাধারণত প্রতি বছরের শুরুর দিকে ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি করে বিসিবি। যদিও গত বছর মে মাসে হয়েছিল এই চুক্তি। এবারও একই অবস্থা, এখনও কেন্দ্রীয় চুক্তি করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, শিগগিরই চুক্তি হতে পারে ক্রিকেটারদের সঙ্গে।

এবারও অবশ্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন বাড়তে যাচ্ছে। তবে চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাব্বির রহমান অবশ্য গত জানুয়ারিতেই বাদ পড়েছেন কেন্দ্রীয় চুক্তি থেকে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আকরাম খান সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমরা চেষ্টা করছি কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারের সংখ্যা কমিয়ে আনার। সবার সঙ্গে আলোচনা করেই আমরা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো। তবে আমার মতে, কেন্দ্রীয় চুক্তিতে কম সংখ্যক ক্রিকেটার থাকাই ভালো।’

আগামী এক বছর জাতীয় দলে যাদের থাকার সম্ভাবনা বেশি, কেন্দ্রীয় চুক্তির জন্য তাদের নাম বিবেচনা করে তালিকা করবেন দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। গত বছর কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন ১৬ জন ক্রিকেটার। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের প্রথম সারির প্রায় ১০০ জনকে বেতন দিয়েছিল বিসিবি।

গতবার কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন চার লাখ এবং সর্বনিম্ন বেতন ছিল এক লাখ টাকা। এবার বেতন বাড়বে বলে জানালেন আকরাম খান। বেতন কাঠামো নিয়ে ক্রিকেটারদের মধ্যে ক্ষোভ রয়েছে। মূলত সেজন্যই তালিকা প্রকাশ করতে দেরি হচ্ছে। ক্রিকেটারদের দাবি নিয়ে আকরাম নিজে অবশ্য বেশ ক্ষুব্ধ, ‘বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়রা যে পারিশ্রমিক পান, বিশ্বের অনেক দেশের ক্রিকেটাররা পান তার চেয়েও কম। এটা আমাদের মাথায় রাখা উচিত। যে সব ক্রিকেটার এ বিষয়ে কথা বলছেন, তাদের চিন্তা-ভাবনা করেই কথা বলা উচিত।’

তবে উষ্মা প্রকাশ করলেও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান বেতন বৃদ্ধির সম্ভাবনার কথাই জানালেন, ‘অন্য দেশের সঙ্গে তুলনা করলে আমাদের বেতন কাঠামো ঠিকই আছে। তবু বেতন বৃদ্ধির চেষ্টা করছি করছি আমরা। গতবার প্রায় শতভাগ বেতন বাড়িয়েছিলাম, এবারও ইনশাল্লাহ বাড়বে।’

বেতন বৃদ্ধি নিয়ে পরিষ্কার করে কিছু না বললেও একটি তথ্য নিশ্চিত করেছেন আকরাম খান। তিনি জানিয়েছেন, ‘আগামী জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের দুটি টি-টোয়েন্টি হবে আমেরিকার ফ্লোরিডায়।’

২০১৭ সালে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৬ ক্রিকেটার

এ+ গ্রেড (মাসিক বেতন  চার লাখ টাকা)- মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম।

এ গ্রেড (মাসিক বেতন তিন লাখ টাকা)- মাহমুদউল্লাহ।

বি গ্রেড (মাসিক বেতন দুই লাখ টাকা)- ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, সৌম্য সরকার।

সি গ্রেড (মাসিক বেতন দেড় লাখ টাকা)- রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত।

ডি গ্রেড (মাসিক বেতন এক লাখ টাকা)- তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান মিরাজ।

/আরআই/ এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
কিশোরগঞ্জে ২৮ লাখ পিস ডিম উদ্ধার
কিশোরগঞ্জে ২৮ লাখ পিস ডিম উদ্ধার
গাজায় যুদ্ধ বন্ধ করলে হামাস ক্ষমতায় থেকে যাবে: নেতানিয়াহু
গাজায় যুদ্ধ বন্ধ করলে হামাস ক্ষমতায় থেকে যাবে: নেতানিয়াহু
ব্যাংক চলাকালীন এনবিআরকে অভিযান চালাতে হবে: হাইকোর্ট
ব্যাংক চলাকালীন এনবিআরকে অভিযান চালাতে হবে: হাইকোর্ট
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন