X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন রাসেল

স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০১৮, ১৮:৫৬আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ১৯:০২

ওয়েস্ট ইন্ডিজ দলে আন্দ্রে রাসেল নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছেন আগেই, আন্দ্রে রাসেল এখন খেলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরে। এবার জাতীয় দল ওয়েস্ট ইন্ডিজের দরজাও খুলে গেল এই অলরাউন্ডারের। বিশ্ব একাদশের বিপক্ষে টি-টোয়েন্টির জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি।

ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির (ওয়াডা) নিয়ম না মানায় এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন ক্যারিবিয়ান হার্ডহিটার ব্যাটসম্যান। নিষেধাজ্ঞা কাটিয়ে এ বছরের শুরুতে মাঠে ফিরেছেন তিনি। ঘরোয়া ক্রিকেট খেলে নিজেকে প্রস্তুত করে নেমেছেন আইপিএলে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড আগেই জানিয়ে রেখেছিল, রাসেলকে ফেরাতে তাড়াহুড়ো করতে চায় না তারা। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাই তাকে দলে রাখেনি ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। তবে বিশ্ব একাদশের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি দিয়ে ফিরিয়েছে তারা ২০১৬ সালের আগষ্টে ভারতের বিপক্ষে সবশেষ ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে খেলা এই অলরাউন্ডারকে।

রাসেলের সঙ্গে ১৩ সদস্যের দলে ফিরেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচ খেলা অফস্পিনার অ্যাশলে নার্স। ফিরেছেন পাকিস্তান সফর মিস করা নিয়মিত মুখ ক্রিস গেইল, এভিন লুইস ও মারলন স্যামুয়েলস। জায়গা ধরে রেখেছেন দুর্দান্ত ফর্মে থাকা দিনেশ রামদিন ও কেমো পলও। তবে পাকিস্তান সফরে নেতৃত্ব দেওয়া জেসন মোহাম্মদের সুযোগ হয়নি দলে, নিয়মিত অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট ফেরায় বাদ পড়েছেন তিনি।

মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির চেয়ারম্যান কোর্টনি ব্রাউন বলেছেন, ‘পাকিস্তান সিরিজ মিস করা খেলোয়াড়দের আমরা স্বাগত জানিয়েছি, একই সঙ্গে খুবই আনন্দিত আন্দ্রে রাসেলকে স্কোয়াডে আবারও ডাকতে পেরে। আমরা বিশ্বাস করি, সাদা বলের ক্রিকেট সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তহবিল সংগ্রহের এই ম্যাচটিকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ৩১ মে লর্ডসের ম্যাচ থেকে আয় করা টাকা খরচ করা হবে অ্যাঙ্গুইলার জেমস রোল্যান্ড ওয়েবস্টার ও ডোমিনিকার উইন্ডসর পার্ক স্টেডিয়ামের মেরামত কাজে। হারিকেন ইরমা ও মারিয়ার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে স্টেডিয়াম দুটি।

ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের বিপক্ষে বিশ্ব একাদশের নেতৃত্ব দেবেন এউইন মরগান। শিগগিরই দল ঘোষণা করার কথা বিশ্ব একাদশের। ক্রিকবাজ

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), রায়াদ এমরিট, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, এভিন লুইস, অ্যাশলে নার্স, কেমো পল, রোভমান পাওয়েল, দিনেশ রামদিন (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, স্যামুয়েল বদ্রি, মারলন স্যামুয়েলস, কেসরিক উইলিয়ামস।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা