X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

যে কারণে বিসিএল খেলবেন মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৮, ২১:১৮আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ২১:১৮

যে কারণে বিসিএল খেলবেন মাশরাফি বাংলাদেশ ক্রিকেট লিগে দক্ষিণাঞ্চলের হয়ে খেলতে খুলনায় যাচ্ছেন মাশরাফি মুর্তজা। বরাবরের মতো এবারও গুঞ্জন, টেস্টে ফেরার জন্যই কি চার দিনের এই টুর্নামেন্ট খেলছেন ওয়ানডে অধিনায়ক? কিন্তু এসবে কান দিচ্ছেন না ডানহাতি পেসার। আপাতত খুলনায় গিয়ে ম্যাচটা উপভোগ করতে চান তিনি।

দক্ষিণাঞ্চলের হয়ে খেলতে সোমবার খুলনার উদ্দেশে ঢাকা ছাড়ছেন মাশরাফি। মঙ্গলবার শেখ আবু নাসের স্টেডিয়ামে তার দল মুখোমুখি হবে উত্তরাঞ্চলের। আর এ ম্যাচ ঘিরে চারদিকে নানা আলোচনা। কারণ লম্বা ফরম্যাটে খেলবেন মাশরাফি! প্রধান নির্বাচককেও এনিয়ে শুনতে হলো প্রশ্ন। তবে কারণটা জানাতে বেশিক্ষণ সময় নিলেন না মাশরাফি।

আগামী জুনে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। তারপরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। মাশরাফি যাবেন ওয়ানডে খেলতে। তার আগে আগে টেস্ট খেলবে বাংলাদেশ। আর জুলাইয়ের শেষ দিকে হবে ওয়ানডে সিরিজ। লম্বা সময় ধরে মাঠে নামার সুযোগ পাবেন না মাশরাফি। যে কারণে নিজেকে প্রস্তুত রাখতে বিসিএলের শেষ রাউন্ডটা বেঁছে নিয়েছেন অভিজ্ঞ এই পেসার।

ওয়ানডে অধিনায়ক মাশরাফি তার বিসিএল খেলার কারণ জানালেন বাংলা ট্রিবিউনকে, ‘নিজেকের প্রস্তুত রাখতেই খেলতে চাইছি (বিসিএল)। মনে হচ্ছে চার দিনের ম্যাচটি খেলতে সমস্যা হবে না। প্রিমিয়ার লিগ শেষ হয়েছে বেশ কয়েক দিন হবে। সামনে খেলার তেমন সুযোগ নেই। তাই এই সুযোগটা কাজে লাগাতে চাই। আমি যেহেতু একটা ফরম্যাটেই খেলি, আমার জন্য তাই প্রস্তুত থাকাটা একটু কঠিন। তারপরও যখন যেভাবে পারি নিজেকে প্রস্তুত রাখতে চাই।’

২০০৯ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটে পড়েই টেস্ট ক্রিকেট থেকে ছিটকে গেছেন মাশরাফি। ৯ বছর পর আবারও ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। সেখানে টেস্টে ফেরার সম্ভাবনা আছে নাকি? প্রশ্নটা শুনতেই হাসলেন মাশরাফি। কিছুক্ষণ চুপ থেকে বললেন, ‘যে যার মতো করে চিন্তা করে। টেস্ট থেকে যেহেতু অবসর নেইনি; হয়তো সুযোগ এলে খেলব। কিন্তু এটা কখন হবে, কেউই জানে না! আমাকে পারফরম্যান্স দিয়েই তো টেস্ট ক্রিকেটে সুযোগ পেতে হবে। গত বছর জাতীয় লিগে দুইটা ম্যাচ খেলেছি। এবার বিসিএল একটা ম্যাচ খেলব। পারফরম্যান্স করার পাশাপাশি ফিটনেসেরও কিছু ব্যাপার আছে। সবকিছু ঠিক থাকলে হয়তো টেস্ট খেলতেও পারি! কিন্তু কবে, সেটা সময় হলেই বোঝা যাবে।’

ক্রিকেটে লম্বা ফরম্যাটের গুরুত্ব সম্পর্কে মাশরাফি বলেছেন, ক্রিকেটার তৈরির পাঠশালা হচ্ছে লাল বলের ক্রিকেট, ‘লম্বা ফরম্যাটের ক্রিকেট হচ্ছে ক্রিকেটারদের পাঠশালা। এখান থেকে ক্রিকেটারদের অনেক কিছু শেখার আছে। এই সংস্করণের ক্রিকেট না খেললে কখনোই অন্য সংস্করণে লম্বা সময় খেলা সম্ভব নয়। সীমিত ওভারের ক্রিকেটে কখনও আক্রমণাত্মক, কখনও-বা রক্ষণাত্মক বোলিং করতে হয়। আর সেটা শেখার জায়গাই হলো এখানে। সব সমই বলি আমি এই ফরম্যাট মিস করি। সামনে একটা ম্যাচ খেলব, ওখানেও নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।’

সবশেষ টেস্ট খেলার পর গত ৯ বছরে মাত্র ছয়টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন মাশরাফি। যার মধ্যে গত বছর জাতীয় লিগে খুলনার হয়ে খেলেছেন দুটি ম্যাচ। যেখানে দুই ম্যাচে পাঁচটি উইকেট পেয়েছেন দেশের সেরা এই পেসার। প্রায় ৬ মাস পর আবারও লম্বা সংস্করণের ক্রিকেট খেলতে মাঠে নামতে যাচ্ছেন মাশরাফি।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
বিদেশফেরত যাত্রীকে নিয়ে ফেরার পথে ট্রাকচাপায় ৫ জন নিহত
বিদেশফেরত যাত্রীকে নিয়ে ফেরার পথে ট্রাকচাপায় ৫ জন নিহত
মালবাহী ট্রেন লাইনচ্যুত, রাজবাড়ীতে রেল যোগাযোগ বন্ধ
মালবাহী ট্রেন লাইনচ্যুত, রাজবাড়ীতে রেল যোগাযোগ বন্ধ
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!